Fact Check
Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর আঘাতে পাকিস্তানের শিয়ালকোটে বিস্ফোরণের ভিডিয়ো এটা নয়, জানুন আসল সত্যিটা
Claim
‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন ভারতীয় ক্ষেপনাস্ত্রের আঘাতে পাকিস্তানের শিয়ালকোটে বিস্ফোরণ। (আর্কাইভ লিঙ্ক)

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২৬ মার্চ ও ২৭ মার্চ একই ভিডিয়ো ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল এবং একটি পোস্টে ভিডিয়োটিকে মুম্বইয়ের বলে দাবি করা হয়েছিল। এর থেকে প্রমাণিত হয় যে, ভিডিয়োটির সঙ্গে পহেলগাম হামলা (Pahalgam Terrorist Attack), যা ২২ এপ্রিল ঘটেছিল বা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর কোনও যোগ নেই।
উপরের ভিডিয়ো থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে, ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করলে ২৫ মার্চ, একই ধরনের ভিডিয়ো ও ছবি-সহ বহু সংবাদ প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যা দেখা যাবে এখানে, এখানে ও এখানে। প্রতিটা প্রতিবেদনেই বলা হয়েছিল যে, মুম্বইয়ের ধারাভি এলাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে বিধ্বংসী আগুন লেগেছিল। ভিডিয়ো ও ছবিগুলো সেই ঘটনার।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পাকিস্তানের শিয়ালকোটে বিস্ফোরণের নয়। সেটি মুম্বইয়ের ধারাভিতে অগ্নিকাণ্ডের একটি পুরনো ভিডিয়ো।
Sources
Instagram post, March 26, 2025
Aurangabad Times post on Instagram, March 25, 2025