Authors
Claim: একজন পুরুষ ও মহিলার উপর অত্য়াচারের এই ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের।
Fact: মারধরের ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। সেটি পশ্চিমবঙ্গের চোপড়ার।
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন পুরুষ ও একজন মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক বেত্রাঘাত করছে অন্য় একজন পুরুষ এবং বহু মানুষ দাঁড়িয়ে থেক সেই দৃশ্য় দেখছে। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে, সেটাকে বাংলাদেশের বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে একজন লিখেছেন, “এরই নাম নতুন বাংলাদেশ! এরই নাম তথাকথিত ২য় স্বাধীনতা! মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন জঙ্গিবাদী শাসন চলছে।”
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের পয়লা জুলাই তারিখে একই ধরনের একটি ভিডিয়ো Calcalling নামের একটি ইউটিউব চ্য়ানেলে পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায় যে, ঘটনাটি পশ্চিমবঙ্গের চোপড়ায় ঘটেছিল। ভিডিয়োতে যে ব্য়ক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে, তার নাম তাজমুল ইসলাম (জেসিবি) এবং সে একজন স্থানীয় তৃণমূল নেতা।
সেই সূত্র ধরে সার্চ করলে, Uttarbanga Sambad, TV9 Bangla ও The Wall-র ওয়েবসাইটে, একই ফ্রেম-সহ একাধিক সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে থেকে জানা যায় যে, অভিযুক্ত পশ্চিমবঙ্গের চোপড়ার একজন প্রভাবশালী তৃণমূল নেতা, নাম তাজমুল ইসলাম (জেসিবি)। যিনি স্থানীয় বিধায়ক হামিদুর রহমান-ঘনিষ্ঠ ছিলেন বলেই সংবাদমাধ্য়ম সূত্রে খবর। ২০২৪ সালের জুন মাসে ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই, বঙ্গ রাজনীতিতে হইচই পড়ে যায়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Conclusion
অতএব এখন এটা প্রমাণিত যে, মারধরের ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। সেটি পশ্চিমবঙ্গের চোপড়ার।
Result: False
Sources
Video by Calcalling, Dated July 1, 2024
Report by Uttarbanga Sambad, Dated July 1, 2024
Report by TV9 Bangla, Dated July 1, 2024
Report by The Wall, Dated July 1, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।