Fact Check
Operation Sindoor: এটা ভারতীয় ড্রোনের দ্বারা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের ভিডিয়ো নয়, জানুন আসল তথ্য
Claim
ভারতীয় ড্রোনের হামলায় (Operation Sindoor) লাহোরে ধ্বংস হল পাক সেনার এয়ার ডিফেন্স সিস্টেম। (আর্কাইভ লিঙ্ক)

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ৩০ এপ্রিল, একই ভিডিয়ো @breakingbadsm– নামের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। এখান থেকে স্পষ্ট হয় যে, ভিডিয়োর সঙ্গে চলমান ভারত-পাক যুদ্ধের (India-Pakistan War) যুদ্ধের কোনও যোগ নেই।
একই তারিখে, Pravda ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ভিডিয়ো ব্যবহার করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “Strike of the Geranium UAV on a target in Kharkov”।

৩০ এপ্রিল ২০২৫, @ChDambiev নামের একটি টেলিগ্রাম চ্যানেলেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।
প্রসঙ্গত, ৮ মে, ২০২৫ তারিখ ভারত সরকারের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়, “আজ সকালে, ভারতীয় সেনা পাকিস্তানে একাধিক স্থানে অবস্থিত এয়ার ডিফেন্স সিস্টেম ও ব়্যাডারে হামলা করেছে। যথাযথ শক্তি ও প্রত্যয়ের সঙ্গে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এটা জানা হচ্ছে যে, লাহোরে অবস্থিত এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে ভারত।”
ভাইরাল ভিডিয়োটি কোনও স্থানে সেটা নির্দিষ্ট করে বলতে না পারলেও, এটা নিশ্চিত যে সেটি পুরনো এবং চলমান ভারত-পাক যুদ্ধের (India-Pakistan War) সঙ্গ কোনও যোগ নেই।
Sources
YouTube Post By @breakingbadsm, Dated April 30, 2025
Article By Pravda, Dated April 30, 2025
X Post By PIB India, Dated May 8, 2025