দাবি:
ফেসবুক জুড়ে ভারতীয় সেনার কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। যেমন একটি ভিডিওতে আমরা দেখতে পারছি এক বৃদ্ধা মা তার সন্তানের কফিনবন্দি দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে।
https://www.facebook.com/jhinuk.sen.10004/videos/278248063228230/
অন্য একটি ভিডিও আমাদের সামনে আসে যেখানে সেনাদের মার্চ করতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে সেনারা মার্চ করতে করতে জম্মু কাশ্মীর বর্ডারের দিকে।
https://www.facebook.com/Rahuldas23081997/videos/2674815412733029/
https://www.facebook.com/anand.bhattacharyya.3/videos/1666609603492197/
বিশ্লেষণ:
আমাদের আগের কিছু প্রতিবেদনে আমরা এই ধরে কিছু ভিডিওর সত্য উদ্ঘাটন করেছিলাম। উপরোক্ত যে দুটি ভিডিওর সম্পর্কে আমরা বলেছি সেই দুটি ভিডিওই পুরোনো।
যে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কফিন কাঁধে চলেছেন, ভিডিওটি মূলত ২০১৯ সালের। কফিনবন্দি করে যার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে উনি রাজেন্দ্র সিং যিনি গত বছর অর্থাৎ ২০১৯ সালের জুলাই মাসে শ্রীনগরের মাছিল সেক্টরের পাকিস্তানের দ্বারা গুলি বর্ষণে শহীদ হন। যখন ওনার মৃতদেহ পাঞ্জাবের গুরুদাসপুরে আনা হয় তার বৃদ্ধা মা তার সন্তানের কফিনবন্দি দেহ নিজের কাঁধে তুলে নেন শেষকৃত্য সম্পন্ন করতে যাওয়ার সময়।
ভিডিওটিকে ফ্রেমে ভাগ করে নেওয়ার পর আমরা Yandex সার্চের দ্বারা জানতে পারি যে এই ভিডিওটি এক বছরের পুরোনো হলেও এখন ভারত-চীনের যুদ্ধের অবহে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ফেসবুক থেকে হামদার্দ মিডিয়া গ্রুপ নামের একটি পাঞ্জাবি মিডিয়া পেজ থেকে এই ভিডিওর সত্যতা জানতে পারি। ইউটুবের থেকেও আমরা এই ভিডিওটি পাই। দুটি ক্ষেত্রেই ভিডিওটির আপলোডের সময় ২০১৯। অর্থাৎ এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলেও এটি এক বছরের পুরোনো।
দ্বিতীয় ভিডিও হলো যেখানে দেখা যাচ্ছে, এক দল সেনাকে মার্চ করতে দেখা যাচ্ছে। এই ভিডিওটির সাথে ক্যাপশনটি দেওয়া হয়েছে তা হলো আমাদের সেনা চীন বর্ডার জম্মু-কাশ্মীরের দিকে চলেছে। এই ভিডিটিও পুরোনো।
Yandex সার্চের দ্বারা ইউটুবের দুটি পেজ থেকে আমরা এই একই ভিডিও পাই যেটি আপলোড করা হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে।
আমাদের অনুসন্ধানের দ্বারা আমরা জানতে পারি যে দেশের স্বার্থে শহীদ সন্তানের কফিনবন্দি দেহ কাঁধে করে নিয়ে চলা বৃদ্ধা মায়ের ভাইরাল ভিডিওটি ২০৯ সালের এবং সেনা মার্চের ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হয়েছে সেনারা চীনের উদ্দেশ্যে জম্মু-কাশ্মীর বর্ডারের দিকে চলেছে এই ভিডিওটিও আমরা পাই ইউটুব থেকে যা ২০১৯ আপলোড করা হয়েছে।
ব্যবহৃত টুলস:
- Yandex search
- YouTube search
- Facebook search
ফলাফল: অপ্রাসঙ্গিক Misplaced context
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )