Fact Check
Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান? ভাইরাল ভিডিয়োর পিছনের আসল সত্য়িটা জানুন
Claim
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানোর সময়, পাক সেনার পাল্টা হামলায় ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। (আর্কাইভ লিঙ্ক)

Fact
ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Lustermore.info নামের একটি ওয়েবসাইটে, ২০২৫ সালের ১৫ এপ্রিল, একই ফ্রেমের একাধিক ছবি আপলোড করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা ছিল, “Miraj 5 DPA2, 15 April 2025 Pakistan”। ফলে এখান থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যায় যে, ভিডিয়োটি পুরনো এবং যুদ্ধবিমানটি পাকিস্তানের।

সেই সূত্র ধরে ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ১৫ এপ্রিল, ২০২৫ তারিখে RoyaNews English ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। স্বভাবতই যা পলেহগাম হামলার আগে।
আরও সার্চ করলে দেখা যায় News Drum ওয়েবসাইটেও একই ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, পাকিস্তানের লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাত্তা তাব্বা এলাকায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান Mirage V। বিমানে থাকা দু’জন পাক বায়ুসেনার পাইলট প্রাণে বেঁচে গেলেও, যুদ্ধবিমানটিতে আগুন লেগে গিয়েছিল।
একই তথ্য-সহ, ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে, Air Fighters নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলেও একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ভাইরাল ভিডিয়োর সঙ্গে ওই ভিডিয়োটির তুলনা করলেই স্পষ্ট হয়ে যায় যে, দুটো একই ভিডিয়ো।


সুতরাং এখন এটা জলের মতো স্পষ্ট যে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানোর সময় পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙের পড়ার নামে যে ভিডিয়োটি পোস্ট করা হচ্ছে সেটি ভুয়ো।
Sources
Report by Lustermore.info, April 15, 2025
Report by News Drum, April 15, 2025
Video by RoyaNews English
Video by Air Fighters