শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact Checkচীনের দ্রুতগতি সম্পন্ন ট্রেন ম্যাগলেভের নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো উড়ন্ত ট্রেনের...

চীনের দ্রুতগতি সম্পন্ন ট্রেন ম্যাগলেভের নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো উড়ন্ত ট্রেনের ভিডিও

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে ও হোয়াটসঅ্যাপে সম্প্রতি একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এই মর্মে শেয়ার করা হচ্ছ যে চীনে শুরু হয়েছে উড়ন্ত ট্রেনের যাত্রা। ভিডিওটিতে একটি ট্রেনকে আকাশপথে ভ্রমণ করতে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে তা ট্রেনের লাইনে মিশে ফের চলত শুরু করেছে। ভিডিওটির সাথে একটি খবরের অংশও দেখা যাচ্ছে, যেখানে লেখা হয়েছে চীনে এবার রেলের ট্র্যাকেই ভাসবে ট্রেন যার গতি হবে বুলেট ট্রেনের থেকেও বেশি। 

https://www.facebook.com/murarimohan.palit/videos/530287204614025
https://www.facebook.com/100016664642509/videos/823290951569719/
https://www.facebook.com/permalink.php?story_fbid=1356738474673410&id=100010118112782

Fact check / Verification 

গুগলে China flying train কথাটি লিখে সার্চ করার পর Maglev নামের ট্রেনের ছবি ও বর্ণনা আমাদের সামনে আসে। চীনের সাংহাইয়ের  পুডিং বিমান বন্দর থেকে শহরে মধ্যেকার দীর্ঘ ৩০কিলোমিটার পথ অতিক্রম কর্রচে যাত্রীদের নিয়ে ২০০৩ সাল থেকে এবং এই সময়ে ট্রেনটি ঘন্টায় ৪৩১কিমি ছোটে। চীনে অত্যাধুনিক প্রযুক্তির চৌম্বকীয় ক্ষমতা সম্পন্ন লেভিটেশন বা ম্যাগলেভ  ট্রেনের আবিষ্কার করেছে যেটি সর্বোচ্চ ঘণ্টায় ৬০০কিমি দৌড়াতে পারবে।

Google search screenshot

South China Morning Post এর ইউটুব ভিডিও, World Economic Forum , NBC News এর ২০১৯ ও ২০২০ সালের রিপোর্টে এই ট্রেনের উল্লেখ রয়েছে। The Guardian এর রিপোর্ট অনুসারে ২০২২ বেজিং অলিম্পিকের আগে ম্যাগলেভ ট্রেনের নতুন ব্যাচ আসতে চলেছে।

WEF screenshot

Invid টুলের দ্বারা এই ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে গুগলে খোঁজার পর কিছু লিংক পাই যেগুলো ২০২০ সাল থেকেই ইউটুবে রয়েছে।  এই ভিডিওগুলো কিছু গেমিং এর ভিডিও যা চীনের সব থেকে দ্রুততম ট্রেনের নামে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। 

Conclusion

ট্রেনের গেমিংয়ের ভিডিও বর্তমানে চীনের দ্রুততম ট্রেন ম্যাগলেভের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। ম্যাগলেভ ট্রেন যা কিনা বুলেট ট্রেনের থেকেও জোরে ছুটতে পারে,বলা হয় এটি ট্র্যাকে দৌড়াবে না ভাসবে,আর এই কারণে শূন্যে ভাসমান ট্রেনের পুরোনো ভিডিও এই ম্যাগলেভ ট্রেনের সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে। 

Result – Misplaced Context

Our sources

South China Morning Post – https://www.youtube.com/watch?v=0vzDkxzXdk8

World Economic Forum –https://www.weforum.org/agenda/2019/06/china-floating-train-faster-than-air-travel/#:~:text=China%20has%20unveiled%20a%20prototype,up%20to%20600%20km%2Fh.&text=The%20Shanghai%20Maglev%2C%20with%20a,the%20city%20centre%20since%202003.

NBC News- https://www.nbcnews.com/mach/science/china-s-new-high-speed-train-will-float-over-tracks-ncna1014206

YouTube videos – https://www.youtube.com/watch?v=tc453_PTdHA&t=16s

https://www.youtube.com/watch?v=FmK6as4IddU&t=5s

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular