Fact Check
Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হানা! সোশ্যাল মিডিয়ায় ছড়ালো নবদম্পতির AI নির্মিত ছবি
Claim
নব দম্পতি বিয়ের পর সদ্য় বিবাহিত ওই দম্পতি কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন। কিন্তু পহেলগামে পাক সন্ত্রাসীদের হানায় মৃত্যু হয়েছে যুবকের। ছবিতে মৃত স্বামীর পাশে বসে স্ত্রীকে কাঁদতে দেখা যাচ্ছে।
Fact
পহেলগামে পাক জঙ্গিদের হামলায় (Pahalgam Terrorist Attack) আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নবদম্পতির ছবিগুলো আসল নয়।
জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের হামলায় (Pahalgam Terrorist Attack) প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। এই ঘটনায় সমগ্র দেশে শোকের ছায়া এবং দেশবাসী এখন প্রতিশোধের আগুনে ফুটছে।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এক দম্পতির ছবি। যেখানে মৃত স্বামীর পাশে বসে স্ত্রীকে কাঁদতে দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশের দাবি, সদ্য় বিবাহিত ওই দম্পতি কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন। কিন্তু পহেলগামে পাক সন্ত্রাসীদের হানায় মৃত্যু হয়েছে যুবকের।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই ধরনের দাবিগুলো দেখা যাবে এখানে ও এখানে।


Fact Check/ Verification
পহেলগামে পাক জঙ্গিদের হামলার (Pahalgam Terrorist Attack) পর কোনও সংবাদমাধ্যম দ্বারাই ভাইরাল ছবিগুলো প্রচার করা হয়নি। তবে তদন্তে দখা গিয়েছে একই ধরনের একটি আসল ছবি অনেকেই প্রকাশ করেছিল। যা সংবাদসংস্থা পিটিআই প্রথমে প্রকাশ্যে এনেছিল।
ভাইরাল ছবিগুলো প্রয়োজনের তুলনায় একটু বেশি স্বচ্ছ এবং হাতে ছবির মতো অনেকটা দেখতে। সেখান থেকেই আমাদের সন্দেহ হয় যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি হয়ে থাকতে পারে।
প্রথম ছবি
Hive Moderation, নামের টুলের সাহায্যে প্রথম ছবিটির পরীক্ষা করলে দেখা যায় যে, সেটি ৯৯.৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে। SightEngine নামের আরও একটি টুলের সাহায্য পরীক্ষা করলেও দেখা যায় যে, সেটি ৯৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরির সম্ভবনা রয়েছে।


দ্বিতীয় ছবি
একই ভাবে, Hive Moderation ও SightEngine টুলের সাহায্যে দ্বিতীয় ছবিটির পরীক্ষা করলে দেখা যায় যে, সেটা যথাক্রমে ৯৯.৯ শতাংশ ও ৯৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরির সম্ভবনা রয়েছে।


Conclusion
অতএব এখান থেকে স্পষ্ট যে, পহেলগামে পাক জঙ্গিদের হামলায় (Pahalgam Terrorist Attack) আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নবদম্পতির ছবিগুলো আসল নয়।
Sources
Hive Moderation
SightEngine
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z