Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
NRC নিয়ে ফেসবুকের একটি গ্রুপে সম্প্রতি একটি মেয়ের ছবি দেওয়া হয়েছে। ছবিটিতে মেয়েটির হাতে একটি পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা আছে – আমার বিয়ে নিয়ে নয়, স্বাধীনতা নিয়ে চিন্তা করো। ছবিটির সাথে ক্যাপশনে লেখা ভারত এখন পরাধীন।
পাকিস্তানের নারী আন্দোলনে অংশগ্রহণকারী এই মেয়েটির ছবি বর্তমানে ভারতের নামে ভাইরাল হয়েছে। ইনভিড টুলের দ্বারা Arab News এর লিংক পাই যেখানে এই ছবিটিকে ২০১৮ সালের আন্তর্জাতিক নারী দিবসের দিনের একটি প্রতিবাদ সভার বলা হয়েছে। পাকিস্তানে ৮ই মার্চ নারী স্বাধীনতা, সুরক্ষা ও লিঙ্গ বৈষম্যহীন সমাজের উদ্দেশ্যে সারা পাকিস্তান থেকে ভিন্ন বয়েসের মহিলারা,রাজনীতিবিদরা এই প্রতিবাদ সভায় যোগদান করে।
টুইটারে ২০১৯ সালে একটি পোস্ট আমরা পাই যেখানে এই ছবিটি দেওয়া হয়েছে। ছাড়াও Humsub.com.pk নামের একটি সংবাদ সংস্থার তরফের থেকেও তাদের ২০১৯ সালের ৯ই ফেব্রুয়ারীর একটি রিপোর্টে এই ছবিটি পাই।
পাকিস্তানের আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদের ছবি ভারতের নাম নিয়ে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে।
Arab News – https://www.arabnews.com/node/1463761/pakistan
Humsub.com.pk – https://www.humsub.com.pk/219748/adnan-khan-kakar-1008/2/
Twitter post – https://twitter.com/Saykhurram/status/1104025929242865664
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।