Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছর বয়সী এক তরুণীকে ক্ষেতের থেকে তুলে নিয়ে গিয়ে ৪ জন মিলে নৃশংস ভাবে ধর্ষণ করে। উঃ প্রঃ তার চিকিৎসার ব্যবস্থা করা হলেও স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে রাজধানীর সাফদারজং হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং গত পরশু মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা গান্ধীর একটি ভিডিও ভাইরাল হয়েছে।বলা হচ্ছে প্রিয়াঙ্কা মেয়েটির বাড়িতে গেছেন তার পরিবারের সাথে দেখা করতে এবং তাকে পেয়ে তার স্বজন কান্নায় ভেঙে পড়েছে। হোয়াটসঅ্যাপ থেকেও আমরা ফেসবুকের এই ভিডিওটি পাই।
হাথরাসের ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী মৃতা মেয়েটির পরিবারে সাথে দেখা করতে গেছেন কিনা এর কোনো সঠিক প্রমান বা মিডিয়া রিপোর্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রিয়াঙ্কার টুইটারে এই ঘটনাকে নিয়ে তার প্রতিক্রিয়া স্বরূপ ওনার টুইটার প্রোফাইল থেকে কিছু টুইট পাই , কিন্তু কোনো ভিডিও আমাদের চোখে পড়েনি যা প্রমান করে ভাইরাল ভিডিওটির দাবি সত্যি।
ভিডিওটিকে আমরা Yandex টুলের দ্বারা খোঁজার পর Dynamite News নামের একটি ইউটুবের চ্যানেলের লিংক পাই। ২০১৯ সালের জুলাই মাসে এই ভিডিওটি ওই চ্যানেলে আপলোড করা হয়ে যার সাথে ক্যাপশন রয়েছে – সনভদ্রের নরহত্যায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম ভিডিও সামনে আসে ।
গত বছর লোকসভা ভোটের পর উত্তরপ্রদেশ উত্তপ্ত হয়ে ওঠে সনভদ্রের নিষ্ঠুর নরহত্যা কাণ্ডের পর। দশ জন দলিত পুরুষকে জমি সংক্রান্ত সমস্যার জন্য প্রাণ হারাতে হয় গুজ্জার ও উঁচুশ্রেনীর গ্রাম-প্রধানের হাতে। এই ঘটনা সামনে আসার পর কংগ্রেসের প্রিয়াঙ্কা যান এই ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের সাথে দেখা করতে, তাদের আশ্বাস দেন কংগ্রেস সরকার তাদের ন্যায়ের জন্য চেষ্টা করবে । এই ঘটনাকে নিয়ে তিনি উঃ প্রঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে একটি টুইট করেন –
ইউটুবের থেকে যে ভিডিওটি আমরা পেয়েছি তার কীওয়ার্ড ধরে খোঁজার পর ABP Live এর ভিডিও পাই, যার সাথে ভাইরাল ভিডিওটির একশো শতাংশ সাদৃশ্য রয়েছে।
এছাড়াও ইউটুব থেকে Hindustan Times, India Today, The Indian Express Online, India TVএর তরফ থেকে আপলোড করা ভিডিওটি পাই যে বর্তমানে হাথরাসের ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হচ্ছে।
হাথরাসে ধর্ষিত দলিত কন্যার পরিবারের স্বজনের সাথে দেখা করতে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী এই দাবি নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৯ সালের, যখন উঃ প্রঃ এর সনভদ্রে দলিত পরিবারের ১০জনকে জমি সংক্রান্ত বিবাদের জন্য গ্রামের প্রধানের হাতে প্রাণ হারাতে হয়,প্রিয়াঙ্কা সেই পরিবারের সাথে দেখা করে তাদের আশ্বাস দেন।
YouTube video – https://www.youtuhttps//www.youtube.com/watch?reload=9&v=DBEIH-qkPP8be.com/watch?reload=9&v=DBEIH-qkPP8
Hindustan Times – https://www.youtube.com/watch?v=AzL5puv2B-U
India Today – https://www.youtube.com/watch?v=OLLGr2tfF40
The Indian Express Online – https://www.youtube.com/watch?v=5rmCbWZ-ME8
India TV – https://www.youtube.com/watch?v=smalETtnLaQ
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
August 10, 2020
Paromita Das
October 1, 2020
Paromita Das
October 6, 2020