Fact Check
Fact Check: ধর্ষণে অভিযুক্ত মুসলিম ব্যক্তিকে শাস্তি দেওয়ার ভিডিয়োটি ভারতের নয়, পাকিস্তানের
Claim
মোদি সরকারের আমলে, ভারতে এক মুসলমানের দাড়ি কেটে অত্যাচার করা হচ্ছে।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২০ সালের ২১ মে, একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন পাক সাংবাদিক Sarfraz Ali। সেই পোস্টে তিনি দাবি করেছিলেন যে, ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তির দাড়ি কামাতে দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে একটি পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। শাস্তি দেওয়ার জন্য, প্রকাশ্যে অভিযুক্তের দাড়ি কামিয়ে দিয়েছিল প্রতিবেশিরা।
একই সময়ে, পাক সংবাদমাধ্য়ম Tribal News Network-এর পোস্ট করা ভিডিয়ো থেকে জানা যায় যে, ঘটনাটি পাকিস্তানের লাহোরে ঘটেছিল।

২০২০ সালের ২২ মে, লাহোর পুলিশের পোস্ট থেকে জানা যায় যে, অভিযুক্তের নাম আলতাফ হোসেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল পুলিশ।

অতএব এখান থেকে স্পষ্ট যে ভাইরাল ভিডিয়োটি ভারতের নয়, বরং পাকিস্তানের এবং এক মুসলিম ব্যক্তির দাড়ি কেটে অত্যাচারের দাবিটি ভুয়ো।
Sources
Video by Sarfraz Ali, dated May 21, 2020
Video by Tribal News Network, dated May 21, 2020
Video by DIG Operations Lahore, dated May 21, 2020