এই সপ্তাহের সেরা ৫ ফ্যাক্ট-চেকে জানতে পারবেন দিলীপ ঘোষের শেয়ার করা মোদী লেখা ফসলি জমির আসল রহস্য, জেএনইউর কানহাইয়া কে নিয়ে কি ছবি ভাইরাল হলো, হাথরাসের নাম আরো নতুন কি ভিডিও শেয়ার হলো, বাংলার তৃণমূল ও বিজেপি কেন্দ্র করে নেটিজেনরা কি কি শেয়ার করলো।

পুরুলিয়ায় বছর আঠারোর বিজেপি কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল?
ব্যারাকপুরের বিজেপি শিবিরের নেতা মণীশ শুক্লাকে গুলি করে খুন করার পর থেকে বিজেপির বরিষ্ঠ নেতারা আঙ্গুল তুলেছে শাসকগোষ্ঠীর দিকে এবং এই আবহে ভাইরাল হচ্ছে ২০১৮ সালের বিজেপির পুরুলিয়ার তরুণ কর্মী ত্রিলোচন মাহাতোর মর দেহ গাছ থেকে ঝোলার ছবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

রাস্তায় নেমে তৃণমূল নেত্রী বাংলাদেশি ও রোহিঙ্গাদের উদ্দেশ্যে গলা ফাটালেন?
তৃণমূলের নেত্রী সাজেদা আহমেদ ও মমতা ব্যানার্জীর নাম ভাইরাল হয়েছে একটি ভিডিও যা মূলত একটি পথনাটক। যে মহিলাকে দেখা যাচ্ছে উনি কোনো ভাবেই সাজেদার সাথে মিল খায় না অন্যদিকে তিনি যে সব কথা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা সর্বদাই বাঙালির প্রতিটা ধর্মের মানুষকে সাথে নিয়ে চলার কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

বোনের ধর্ষণকারীর মাথা কেটে নিয়ে থানায় হাজির বড়ভাই?
কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার ভিডিওটিতে মৃত ব্যক্তি ধর্ষক নয়। দুই বন্ধুর মধ্যে গোলযোগের জেরে ও কাটা মাথা হাতে ধরে যে ব্যক্তি তার মায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করার জন্য এই দুর্ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

বিহার ভোটের জন্য নির্বাচনী প্রচারে নামলেন কানহাইয়া?
কানহাইয়ার যে ছবিগুলো ভোটের প্রচারের নাম শেয়ার হয়েছে, সে ছবিগুলো পুরোনো। ভাইরাল তিনটি ছবির রিভার্স ইমেজ সার্চ করার পর জানতে পারা যায় ২০১৮ ও ২০১৯ সালের এই ছবিগুলো বিহার ভোটের আগে শেয়ার হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

দিলীপ ঘোষের শেয়ার করা জমির উপর হিন্দিতে বিজেপি মোদী লেখা ছবি কি বাংলার ?
বাংলার বিজেপি প্রধান দিলীপ ঘোষ চাষের জমির উপর জমির ফসল দিয়ে ‘BJP मोदी’ লেখা ছবিটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বলে দাবি করেছেন, যদিও এই ছবিটি বাংলার নয় বিহারের। আসন্ন বিহারে ভোটের আগে চাষীরা ফসল দিয়ে মোদী লিখেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।