Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাসের পর থেকে সোশ্যাল মিডিয়াতে হিন্দু ও মুসলিম বিরোধী পোস্ট ছেয়ে গেছে। কোথাও পুরোনো কোনো মন্তব্যকে নতুন আঙ্গিকে পেশ করা হচ্ছে তো কোথাও আবার রাম মন্দিরের ভুল ছবি ভাইরাল হচ্ছে। সম্প্রতি আমাদের নজরে একটি পোস্ট আসে যেখানে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর বলেছেন যে রাম মন্দিরে হলে বাংলায় একটাও মন্দির অবশিষ্ট থাকবে না।

সিদ্দিকুল্লার নামে যে পোস্টটি ভাইরাল হয়েছে তাতে ABP আনন্দের নাম লেখা রয়েছে। কিন্তু যে লোগোটি এখানে ব্যবহার করা হয়েছে তা ABP আনন্দের আসল লোগোর সাথে মিল খায় না। রাম মন্দির ভূমি পুজোর দিন ABP আনন্দের তরফ থেকে সিদ্দিকুল্লাকে নিয়ে কোনো খবর ছেপেছে কিনা জানার জন্য আমরা আমাদের অনুসদ্ধান শুরু করি।

ABP আনন্দের তরফ থেকে ৬ই অগাস্ট সিদ্দিকুল্লাকে নিয়ে যে রিপোর্ট বের পেশ করা হয়েছিল সেখানে কোথাও ভাইরাল মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের রিপোর্ট অনুযায়ী অযোধ্যায় শেষ পর্যন্ত মসজিদই থাকবে, ভূমিপুজো করে ভুল করেছেন প্রধানমন্ত্রী– এই মন্ত্যব করেছেন সিদ্দিকুল্লা।
ABP আনন্দের অনুযায়ী সিদ্দিকুল্লা বলেছেন সারা বিশ্ব জানে ওই স্থানে আগে মসজিদ ছিল, কি করে মসজিদ ভেঙে মন্দির হবে যা বুঝতে পারা যাচ্ছে না। ভারতের হিন্দুদের জন্য যে দিনটি ইতিহাস রচনা করেছে , সেই দিনটিকে সিদ্দিকুল্লা বেদনাদায়ক, ব্যথার দিন বলে চিহ্নিত করেছেন। এর সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী কে আরএসএসের প্রতিনিধি বলেও কটাক্ষ করেছেন। ওনার মতে কেয়ামতের শেষ দিন পর্যন্ত ঐখানে মসজিদই থাকবে।

Zee ২৪ ঘন্টা ও ANI এর তরফ থেকে একটি রিপোর্ট পাই যেখানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান সাজিদ রাশিদীর তফর থেকে। তিনি বলেছেন যে ওখানে কোনো দিন মন্দির ছিল না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করার প্রশ্ন আসছে কোথা থেকে। বির্তকিত ঐ জমিতে মন্দির তৈরী করা হলেও ভবিষ্যতে মসজিদই হবে মন্দিরের জায়গায়। কিন্তু কোথাও সিদ্দিকুল্লার এই ধরণের মন্ত্যবের উল্লেখ আমরা পাইনি।
মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চোধুরীর নামে ফেসবুকে রাম মন্দিরকে নিয়ে যে মন্তব্যটি ছড়িয়েছে তা আসলে ভুল। সিদ্দিকুল্লা বাংলায় মন্দির থাকবে না রাম মন্দির হলে, এই ধরণের মন্তব্য করেননি। যদিও তিনি নিজের দুঃখ প্রকাশ করেছেন বাবরি মসজিদের জমির উপর রাম মন্দির স্থাপন করা নিয়ে।
ANI tweet – https://twitter.com/ANI/status/1291252075871916037
Zee ২৪ ঘন্টা – https://zeenews.india.com/bengali/nation/muslim-leader-sajid-rashidi-threats-to-built-masjid-in-ayodhya_331274.html
Poristhiti Magazine Youtube video – https://www.youtube.com/watch?v=Ygtetd–f1k&feature=emb_logo
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
July 3, 2020
Paromita Das
March 24, 2021
Paromita Das
May 26, 2021