Thursday, March 13, 2025

Fact Check

Fact Check: সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে বেহাল অবস্থায় জীবনযাপন করছেন? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দাবির সত্যতা জানুন 

Written By Paromita Das, Edited By Chayan Kundu
Jul 19, 2023
banner_image

Claim: সুদানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এখন চালচুলো হীন ভাবে দিন কাটাচ্ছেন 
Fact: প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে বৃদ্ধের ছবি দেওয়া হয়েছে তিনি পৃথক ব্যক্তি

ফেসবুকে সম্প্রতি একটি ভাইরাল পোস্টে বলা হয়েছে – সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে বেহাল অবস্থায় জীবনযাপন করছেন। ভাইরাল পোস্টে তিনটি ছবি রয়েছে যার মধ্যে একটি ছবি সুদানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর এবং দুটি ছবি এক বৃদ্ধের। শীর্ণকায় এই বৃদ্ধ বালির উপর শুয়ে রয়েছেন। ছবিগুলোকে ঘিরে বলা হচ্ছে, ক্ষমতা ও অত্যাচারী প্রতিরক্ষা মন্ত্রী আকদ ইব্রাহিম, যিনি অত্যাচারী ফেরাউন নামেও পরিচিত ছিলেন, তিনি আজ নিজের পদ হারিয়ে, সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত হয়ে জরাজীর্ণ পরিবেশে জীবনযাপন করেছেন। 

সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী image 1
Courtesy: Facebook/ al.emran.7583

Fact check/ Verification 

সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে বেহাল অবস্থায় জীবনযাপন করছেন এই দাবি সময় যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা অপ্রাসঙ্গিক। 

ভাইরাল ছবির সত্যতা যাচাই করার সময় আমরা প্রথমে সেনা পোশাকের ব্যক্তির ছবি নিয়ে অনুসন্ধান শুরু করি। গুগল রিভার্স ইমেজ করে আমরা Financial Times এর ২০১৯ সালের একটি রিপোর্ট পাই। এখানে তৎকালীন সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ ইবন ওফের ছবি রয়েছে। এই সূত্ৰ ধরে ওনার নাম লিখে গুগলে খোঁজার সময় আমরা Sky News ২০১৯ সালের ১৩ই এপ্রিলের রিপোর্ট পাই। 

২০১৯ সালে সুদানে রাজনীতিতে নাটকীয় মোড় আসে যখন তৎকালীন আল-বসিরের সরকারের পতন হয় এবং ক্ষমতা সেনাদের হাতে যায়। প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ ইবন ওফের নির্দেশে সুদানের সেনাবাহিনী সরকারের পদ থেকে আল-বসিরকে সরিয়ে দেওয়ার পর, সেনা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নেয়। এই সময় প্রেস বিজ্ঞপ্তিতে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আল-বসিরের ক্ষমতা অবসানের কথা ঘোষণা করে। এই রিপোর্টে আমরা ১৯৯৫ সালে সুদানে প্রতিরক্ষা মন্ত্রীর নাম ভাইরাল ছবিটি পাই। ওনার আসল নাম হলো কর্নেল জেনারেল ওমর জেইন আবেদীন। অর্থাৎ তিনি প্রতিরক্ষামন্ত্রী আকদ ইব্রাহিম নন। 

সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী image 2
Screenshot from Sky News

জেনারেল আবেদীনের সেনা পোশাকে আর কিছু ছবি এখানে দেখতে পারেন। 

একেই সাথে শীর্ণ বৃদ্ধের ছবির অনুসন্ধানে জানা গিয়েছে ছবিটি কেনিয়ার। Yandexএ খোঁজার পর আমরা এই বৃদ্ধের বেশকিছু ছবি পাই যেখানে উল্লেখ করা হয়েছে ছবিটি কেনিয়ার দুর্ভিক্ষ চলার সময়ের। @ajplus নামের টুইটার প্রোফাইলে ২০১৯ সালের ১৯শে মার্চ এই বৃদ্ধের ছবি সমেত আরো কিছু পোস্ট করে বলা হয়, কেনিয়ার  দুর্ভিক্ষের ছবি শেয়ার করে সেখানকার খরা ও খাবারের ঘাটতির ফলে দুর্ভিক্ষে পীড়িত মানুষদের অসহায় অবস্থার কথা বলছে। ১.১ মিলিয়ন মানুষ  কেনিয়ায় বিনা খাবারের দিন যাপন করছে। যদিও সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। 

টুইটারে kenya West নামের প্রোফাইলেও কেনিয়ার দুর্ভিক্ষ চলাকালীন এই বৃদ্ধের ছবি সময় আরো বেশকিছু কেনিয়াবাসীর দুরবস্থার ছবি শেয়ার করেছিলেন ২০১৯ সালে। ছবিটি BBC কেনিয়ার রিপোর্টেও প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ৭ই মে। রিপোর্ট অনুসারে বৃদ্ধের নাম লোমনি, যিনি কেনিয়ার টুরাকান অঞ্চলের বাসিন্দা। বিবিসি কেনিয়ার সাংবাদিক ওনাকে খাবার খাওয়ান। ওনার ছবি ২০১৯ সালেই সুদানে প্রতিরক্ষা মন্ত্রীর নামে ভাইরাল হয়েছিল।  

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে সুদানের দাপুটে প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে বেহাল অবস্থায় জীবনযাপন করছেন এই দাবিতে দুজন পৃথক মানুষের ছবি ভাইরাল হয়েছে।

Result: False

Our Sources
Twitter post, 7 May 2019
Sky News, 13 April 2019
BBC, 2019 7 May


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage