Claim
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণী সুপারস্টার তথা তামিলনাডড়ুর রাজনৈতিক দল তামিলাগা ভেত্তেরি খাজাগামের (Tamilaga Vettri Kazhagam) প্রধান থালাপাতি বিজয়।

Fact
তদন্তের শুরুতে ইন্টরনেটে “Actor Thalapathy Vijay Ramadan, Prayer, Religion Islam” লিখে সার্চ করা হয়। এই সার্চের ফলে গত ৯ মার্চ, Daily Siasat ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখান থেকে জানা যায় যে, রমজান মাস উপলক্ষে তামিলাগা ভেত্তেরি খাজাগামের (Tamilaga Vettri Kazhagam) প্রধান থালাপাতি বিজয় চেন্নাইতে একটি বিশেষ ইফতার পার্টির আয়োজন করেছিলেন। ওই প্রতিবেদনেই স্পষ্ট লেখা হয়েছে যে, খ্রিস্টান হওয়া সত্ত্বেও ওই ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। একই তথ্য-সহ আরও বহু প্রতিবেদন দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
এরপর আরও সর্চ করলে, Course Sidekick নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, থালাপাতি বিজয়ের বাবা খ্রিস্টান ও মা হিন্দু ধর্মাবলম্বী।
আরও তদন্তের জন্য News Checker-এর তরফে তামিলাগা ভেত্তেরি খাজাগামের (Tamilaga Vettri Kazhagam) দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দলের ডেপুটি জেনারেল সেক্রেটরি সিটিআর নির্মল কুমার স্পষ্ট জানান, “থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের খবরটি ভুয়ো। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি কেবলমাত্র দলের ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেছিলেন।”
সুতরাং এখন স্পষ্ট যে, থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণের দাবিটি ভুয়ো।
Sources
A report published by The Siasat Daily on 09 March 2025
Telephonic conversation with Deputy General Secretary CTR Nirmal Kumar from TVK
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z