Fact Check
Fact Check: জুতোর মালা পরিয়ে বাংলাদেশে হিন্দু শিক্ষককে হেনস্থা করল মুসলিমরা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Claim
বাংলাদেশের একজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকks জুতোর মালা পরিয়ে হেনস্থা করছে মুসলিমরা।
Fact
যে ব্যক্তিকে জুতোর মালা পরা অবস্থায় দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে, তিনি হিন্দু নন, বরং মুসলমান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে, এক ব্যক্তিকে জুতোর মালা পরা অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। সেই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, যাকে ভিডিয়োতে জুতোর মালা পরা অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, তিনি বাংলাদেশের একজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক এবং যাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করছে বাংলাদেশের মুসলিমরা।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ১৯ জুন, ২০২৫, একই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন যে, ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে হেনস্থা করা হচ্ছে, তার নাম ডাঃ আহমদ আলি। ঘটনাটি বাংলাদেশের রাজবাড়ি জেলার বলিয়াকান্দি উপজেলায় ঘটেছিল। ওই পোস্টে তসলিমা নাসরিন লেখেন, “রাজবাড়ি জেলার বলিয়াকান্দি উপজেলায় হেনস্থা হচ্ছেন ডাঃ আহমদ আলী। চিরকাল মানুষের সেবা করেছেন। বুদ্ধিদীপ্ত মুক্তচিন্তক। কতগুলো ধর্মান্ধ জি *হা *দি জন্তু তাদের ধর্মীয় অনুভূতিতে ডাঃ আহমদ আলী আঘাত দিয়েছেন এই অভিযোগ করে তাঁকে অকথ্য নির্যাতন করছে। জি *হা *দিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ডাঃ আহমদ আলীকে নিরাপত্তা দেওয়া হোক, তাঁকে সসম্মানে বাঁচতে দেওয়া হোক…”
সেই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, গত ১৫ জুন, বাংলাদেশের সংবাদমাধ্যম Kaler Kantho ওয়েবসাইটে একই ধরনের একটি ছবি-সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, হজরত মহম্মদ সম্পর্কে কটূক্তি করার অভিযোগে, বাংলাদেশের রাজবাড়ি জেলার বলিয়াকান্দি উপজেলায়, গণপিটুনির শিকার হয়েছিলেন এক চিকিৎসক। যার নাম ছিল আহম্মদ আলি। যিনি নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন।

Dhaka Times 24, BD News 24-এর ওয়েবসাইটেও একই তথ্য-সহ প্রতিবেদন দেখতে পাওয়া যায়।
Conclusion
অতএব এখন থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটিতে যে ব্যক্তিকে জুতোর মালা পরা অবস্থায় দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে, তিনি হিন্দু নন, বরং মুসলমান।
Sources
Report by Kaler Kantho, dated June 15, 2025
Report by Dhaka Times 24, dated June 15, 2025