বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: একই লাইনে লোকাল ট্রেন ও বন্দে ভারত চলে আসার দাবিতে...

Fact Check: একই লাইনে লোকাল ট্রেন ও বন্দে ভারত চলে আসার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বিভ্রান্তিকর ভিডিয়ো 

Claim

পয়লা অগাস্ট, বৃহস্পতিবার সকালে একই লাইনে চলে এসেছিল বর্ধমান লোকাল ও বন্দে ভারত। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা।

Claim

পূর্ব রেলের তরফে তাঁদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, ভিডিয়োটি বিভ্রান্তিকর।

এছাড়া ভিডিয়ো বার্তায় পূর্ব জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র জানিয়েছেন যে, বৃহস্পতিবার সকালে ছেড়াগ্রাম স্টেশনে হাওড়া-গুরাপ লোকাল ট্রেনটি অটোমেটিক সিগন্যাল জোনে দাঁড়িয়েছিল। ওই সময় বন্দে ভারত ট্রেনটিও ঢুকেছিল। অটোমেটিক সিগন্যাল জোনে একটি নিরাপদ দূরত্ব রেখে ট্রেন চলাচল করে। হাওড়া বা শিয়ালদহ লাইনে এটা রোজকার দৃশ্য। একটি ট্রেনের আগে বা পরে, নিরাপদ দূরত্বে অপর একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিয়ো ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার এবং রেল ব্যবস্থাকে অপমান করার চেষ্টা করছে।

অতএব, এটা প্রমাণিত যে ভাইরাল দাবিটি ভুয়ো।

Result: Missing Context

Source
Post by Eastern Railway

Most Popular