Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ফেসবুকে সম্প্রতি সাদা হাতির কিছু ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে গল্পে ও পুরানে যে শ্বেত-শুভ্র ঐরাবতের কথা বলা হয়েছে আজ তা চোখের সামনে দেখা গেলো। সনাতন হিন্দু শাস্ত্ৰ, জ্যোতিষ ও পঞ্জিকা মতে মহাদেব সাদা হাতির বেশে মর্তে অবতরণ করেছিলেন। সেই সাদা হাতি রুপি মহাদেবের আজ দর্শন হলো। বাংলাতে এই পোস্টটি ভাইরাল হলেও যে ছবি গুলো এখানে দেওয়া হয়েছে তা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর।
দক্ষিণ ভারতের মন্দিরে পাওয়া সাদা হাতি আসলে মানুষের দ্বারা তৈরী করা হয়েছ, সত্যিই তার গায়ের রং সাদা নয় তা নিজে দেওয়া ছবিগুলো ভালো করে দেখলেই বোঝা যাবে।
এই সাদা হাতিটিকে নিয়ে শেয়ার হওয়া কিছু ছবির পেছনে তামিল ভাষায় লেখা বোর্ড দেখে আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে আমাদের অনুসন্ধান চালাই।
শ্বেত-শুভ্র ঐরাবতকে দেখা গিয়েছিলো তামিলনাড়ুর থ্রিচেন্দুর মুরুগান মন্দিরে। হিন্দু শাস্ত্ৰ ও জ্যোতিষ পাঁজি অনুসারে ২৭টি নক্ষত্র আছে। এই ২৭টি নক্ষত্রের মধ্যে ১৫ তম নক্ষত্র হলো স্বাতী। পৌরাণিক মতানুসারে এই স্বাতী নক্ষত্রের দিন স্বয়ং দেবাদিদেব সাদা ঐরাবতের রূপ ধরে কাইল্যা পর্বতে অবতরণ করেন। বিশেষ তিথির এই দিনটি পালনের জন্য তামিলনাড়ুর থ্রিচেন্দুর অরুল্মিগা সুব্রামানিয়া স্বামী মন্দিরে ওই হাতিটিকে আনা হয়েছিল। হাতির সারা গায়ে লাগানো হয় সাদা রং অথবা বিভূতি। তারপর তাকে তামিল সংবাদপত্র Dailythanathi ও Vikatan.com থেকে এই বিশেষ তিথির পুজোর সম্পর্কে আমরা সব বিবরণ পাই।
ইউটুব থেকে এই সাদা রং করা হাতিটিকে নিয়ে একটি শোভাযাত্রা বের করার একটি ভিডিও আমরা পাই। প্রতি বছর অগাস্ট মাসে এই স্বাতী নক্ষত্রের তিথিতে এই পুজোর আয়োজন হয় এবং হাতিকে ভস্ম মাখিয়ে মন্দির পর্যন্ত শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। টুইটার থেকে একটি টুইট পাই যেখানে এই বিশেষ পুজো ছাই মাখানো হাতির কথা উল্লেখ করে আছে।
ফেসবুকে ভাইরাল সাদা হাতির ছবিকে যে দাবিতে শেয়ার করা হচ্ছে তা আসলে ভুল। যে সাদা ঐরাবতের ছবি দেওয়া হয়েছে তার গায়ের রং আসলে সাদা নয়। স্বাতী নক্ষত্রের তিথিতে থ্রিচেন্দুর মুরুগান মন্দিরে বিশেষ পুজো হয়, যেখানে হাতিকে সাদা রং করে অথবা ভস্ম মাখিয়ে মন্দিরে নিয়ে আসা হয়।
Dailythanathi news – https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/07/22003146/Thiruchendur-Subramanya-Swamy-TempleTurquoiseWhite.vpf
Vikatan news – https://www.vikatan.com/news/temples/131617-white-elephant-road-trip-to-tiruchendur-subramanya-swamy-temple
YouTube video – https://www.youtube.com/watch?v=xK3BytTrAE0
Tweet – https://twitter.com/masalaboxtravel/status/1288425294441791488
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।