রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkতিব্বতের স্পেশাল বাহিনীর ভিডিও ভুল দাবি নিয়ে শেয়ার করা হচ্ছে...

তিব্বতের স্পেশাল বাহিনীর ভিডিও ভুল দাবি নিয়ে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিছু সেনাদের নাচ করতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ফলে ভারত যে জমি হারিয়েছিল তা আবার পুনরুদ্ধার হয়েছে এবং সেই আনন্দে তারা নাচ করছে। ফেসবুকে কিছু পেজে এই ভিডিওটি শেয়ার  হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে – আজ থেকে 58 বছর আগে 1962সালে,হারানো জমি পুনঃরুদ্ধারের পর ভারতীয় সেনার বিজয় আনন্দ

https://www.facebook.com/184828728968989/videos/2659097551069984

https://www.facebook.com/watch/?v=1805447132941161&extid=dVe8dGR0ih7WoO2m

Fact -check / Verification

ভিডিওটি ভালো করে দেখার পর সেনারা একজন নাচ করছে সেখানে পাশেই একটি পতাকা দেখা যাচ্ছে, যা ভারতীয় না চীনের পতাকার রঙের নয়।  ভালো করে দেখা পর নীল, লাল, ও হলুদ এই তিনটি রং চোখে পরে যা অনেকটা তিব্বতের পতাকার মতো। গুগলে খোঁজার পর আমরা তিব্বতের পতাকার যে ছবিটি পাই তা হুবহু ভিডিওর পতাকার সাথে মিল খায়। কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর ইউটুবের থেকে Saffron beastTeam Jai Hind নামের একটি ইউটুব চ্যানেলের থেকে এই একই ভিডিওটি পাই যেখানে এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে SFF Tibetian serving Indian Army . SFF এর পুরো অর্থ কি জানার জন্য আমরা গুগলে অনুসন্ধান করার পর জানতে পারি Special Frontier Forece ১৯৬২ সালে তৈরী তিব্বতের সেনা বাহিনী যেখানে বিশভাগ তিব্বতীয় স্মরণার্থী সেনা বাহিনীতে যোগদান করে।  

https://en.wikipedia.org/wiki/Special_Frontier_Force

https://www.youtube.com/watch?v=Pv1DeLQKcpc

এছাড়াও Partiotisam.2.0 তেও এই একেই ভিডিও দেখা হয়েছে এবং বলা হচ্ছে এই ভিডিওটি নিয়ে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। যদিও আমরা খোঁজ  চালাচ্ছি এই ভিডিওটি কবেকার। 

https://www.youtube.com/watch?v=Nl2Z03w-kho

Conclusion

58 বছর আগে 1962সালে,হারানো জমি পুনঃরুদ্ধারের পর ভারতীয় সেনার বিজয় আনন্দ এই নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই দাবিটি ভুল।  ১৯৬২ সালে ভারত তার  হারানো জমি ফের দখল করতে পেরেছে এই ধরণের কোনো খবর বা সঠিক তথ্য আমরা পাইনি।  

Result – Misleading 

Our sources

YouTube videoshttps://www.youtube.com/watch?v=Nl2Z03w-kho

https://www.youtube.com/watch?v=Pv1DeLQKcpc

https://www.youtube.com/watch?v=2tF81LbeGWE

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular