বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact Checkপশ্চিমবঙ্গের রাস্তার বেহাল অবস্থার ছবি উত্তরপ্রদেশের নাম দিয়ে টুইটারে দিলেন জাতীয় কংগ্রেসের...

পশ্চিমবঙ্গের রাস্তার বেহাল অবস্থার ছবি উত্তরপ্রদেশের নাম দিয়ে টুইটারে দিলেন জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারপার্সন পাংখুড়ি পাঠক সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন তার টুইটার প্রোফাইল থেকে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাথায় হেলমেট পরে রাস্তার গর্তের মধ্যে বসে আছে। দাবি করেছেন এই ছবি যোগীর রাজ্যের। ভারতের নির্বাচনের একটি প্রথাগত ধারা আছে, যেখানে ভোটার কিছু দিন আগে থেকে রাজনৈতিক দলের নেতামন্ত্রী  জন সাধারণের মধ্যে গিয়ে ঝুড়ি ঝুড়ি উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ভোটার পর বাস্তবায়িত করার সংখ্যা খুবই কম থাকে। এরকমই রাস্তার বেহাল দশার ছবি স্বরূপ পাংখুড়ি বৃহৎ গর্তে ভরা রাস্তার ছবি শেয়ার করে দাবি করেছেন ।  

Fact check / Verification 

পাংখুড়ি পাঠক যে ছবি দুটি শেয়ার করেছেন তার টুইটার প্রোফাইল থেকে তা উত্তরপ্রদেশের নয়, পশ্চিমবঙ্গের। শেয়ার হওয়া ছবির গুগল ইমেজ সার্চ করার পর আরো কিছু ছবি পাই যেখানে দূর একটি ব্যানার দেখা হচ্ছে আর তাতে মমতা ব্যানার্জীর ছবি রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে মমতা ব্যানার্জীর ব্যানার থাকার কথা নয়।

গুগল রিভার্স ইমেজ সার্চের সময় একটি সংবাদের লিংক, ও টুইটার, ফেসবুকের কিছু লিংক আমাদের সামনে আসে। ঢাকা১৮ .কমের যে লিংকটি আমরা পাই সেখানে এই ঘটনাটি মালদার ইংলিশবাজারের বলা হয়েছে। সেখানে এই রাস্তার গর্তের উপর বসা এই ব্যক্তির আরো কিছু ছবি পাই। জেঁকে দেখা যাচ্ছে ছবিতে তার নাম সঙ্গীত রায় যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজের ফেইসবুক প্রোফাইল থেকে নাকি এই ছবিগুলো বেশ মজাদার ক্যাপশন দিয়ে ছবিগুলো আপলোড করে হয়েছে এবং সেখান থেকে শেয়ারও হয়েছে বেশ পরিমানে।

Dhaka18.com news screenshot

ফেসবুক ও টুইটারে ২০১৯সালের  অক্টোবর ও নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। অর্থাৎ ছবিগুলো ২০২০ সালেও নয়।  

https://www.facebook.com/ourandhraa/posts/1234582953410933

আমরা এই ছবিগুলোর কিছু লিংক পাই Consumer Complaints নামের সাইট থেকে। সাধারণত ভারতীয় গ্রাহকগণ এখানে যেকোনো পরিষেবা বা কোনো বস্তু নিয়ে অভিযোগ জানাতে পারে। এই স্থানে এই ছবিগুলো দেওয়া হয়েছে ২০১৯ সালের নভেম্বর মাসে এবং লেখা হয়েছে গাবগাছি ও জালালপুরের উপর দিয়ে চলে যাওয়া জাতীয় সড়ক ৩৪এর দুর্দশার কথা লেখা হয়েছে। 

Conclusion

উত্তরপ্রদেশের রাস্তার নাম করে যে ছবিটি শেয়ার হয়েছে তা আসলে পশ্চিমবাংলার।  এই ছবির বাকি ছবিগুলো পাওয়ার পর রাস্তার থেকে অদূরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ব্যানার, ঢাকা১৮ .কমের দাবি অনুযায়ী রাস্তার এই বৃহৎ গর্তের মধ্যে বসে ছবি গুলো বাংলার।

Result : False connection

Our sources

Consumer Complaints websitehttps://www.consumercomplaints.in/national-highways-authority-of-india-nhai-wrong-deduction-of-toll-tax-from-my-fastag-card-c2525589

Dhaka18.com news https://www.dhaka18.com/%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

Twitter post https://twitter.com/ErDiwakarDas/status/1190856559556849664

Facebook posthttps://www.facebook.com/ourandhraa/posts/1234582953410933

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular