Fact Check
Operation Sindoor: পাকিস্তানে ধ্বংসস্তূপের দৃশ্যের দাবিতে ছড়ালো গাজার ভিডিয়ো
Claim
ভারতের জঙ্গি দমন অভিযান, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর প্রভাবে পাকিস্তানে তৈরি হওয়া ধ্বংসস্তূপের দৃশ্য। (আর্কাইভ লিঙ্ক)

Fact
ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, সেটি এপ্রিল মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করা হচ্ছে এবং সেটাকে গাজার ভিডিয়ো বলে উল্লেখ করা হচ্ছে। সেই ধরনের পোস্টগুলো দেখা যাবে এখানে, এখানে ও এখানে। ফলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর কোনও যোগ নেই।

ভাইরাল ভিডিয়োর উপরে ‘Nour alzaharna’ নামের একটি ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। ইন্টারনেটে সেই নামটি সার্চ করলে দেখা যায় যে, ইনস্টাগ্রামে @Nouralzaharna নামের একটি আইডি রয়েছে। যিনি গাজার বাসিন্দা।


খতিয়ে দেখলে জানা যায় যে, @Nouralzaharna নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে গাজার বহু ভিডিয়ো পোস্ট করা হয়েছিল এবং ৪ এপ্রিল ২০২৫ তারিখে পোস্ট করা ভাইরাল ভিডিয়োটিও ছিল।


সুতরাং, এখান থেকে স্পষ্ট যে, ধ্বংসস্তূপের ভাইরাল ভিডিয়োটি পাকিস্তানের নয়, বরং গাজার।
Sources
Social Media Posts
Instagram post by @Nouralzaharna on 4th April 2025.