Claim
পাক সেনার পুরো কনভয় বোমা বিস্ফোরণে উড়িয়ে দিলো বালোচ লিবারেশন আর্মি।

Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৬ মার্চ, একটি X অ্যাকাউন্টে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ভিডিয়োটিতে আল আরবি টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড নামে একটি টিভি চ্যানেলের লোগো এবং ১০ মার্চ, ২০২৪ তারিখটি লেখা ছিল।
উপরে দেওয়া তথ্যের ভিত্তিতে, আমরা আল আরবি টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের ইউটিউব চ্যানেলটি অনুসন্ধান করি এবং ১০ মার্চ, ২০২৪ তারিখে আপলোড করা একটি ভিডিয়ো খুঁজে পাই। যেটি, ভাইরাল ভিডিয়োটির একটি দীর্ঘ সংস্করণ ছিল। সেখানে, ভাইরাল ভিডিয়োর দৃশ্যটিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনটি আরবি ভাষায় লেখা ছিল, যার বাংলা অনুবাদ হয়, “দেখুন: হুথি গোষ্ঠী, ইসরায়েলি সংস্থাগুলিতে আক্রমণ করার জন্য এবং আমেরিকান ও ব্রিটিশ বাহিনীর উপর হামলা চাললো”।

অনুসন্ধানের সময়, ১০ মার্চ, ২০২৪ তারিখে, ইয়েমেনের হুথিদের সঙ্গে সম্পর্কিত একটি ওয়েবসাইটে আপলোড করা একটি ভিডিয়ো পাওয়া যায়। ৪২ মিনিট দীর্ঘ ওই ভিডিয়োতে, ভাইরাল ক্লিপের দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিয়োটির বর্ণনায় বলা হয়েছিল যে, ইসরায়েলি সংস্থাগুলির উপর আক্রমণের লক্ষ্যে, সাহায্যকারী আমেরিকান ও ব্রিটিশ বাহিনীকে লক্ষ্য করেছে হুথি জঙ্গি সংগঠন।


এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি হুথি জঙ্গিদের আক্রমণের। পাক সেনার উপর বালোচ লিবারেশন আর্মির হামলার নয়।