Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
২১০ জন হজ যাত্রীকে নিয়ে, লোহিত সাগরে ভেঙে পড়ল মৌরিতানিয়ার একটি যাত্রীবাহী বিমান।

ভাইরাল ভিডিয়োটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ১৫ জুন, একই ধরনের ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা BBC। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে আগত পর্যটকদের মধ্যে স্কুবা ডাইভিং-এর মতো ওয়াটার স্পোর্টসের উপর আকর্ষণ বাড়াতে, Airbus A330 নামের একটি যাত্রীবাহী খালি বিমানকে ইচ্ছাকৃত ভাবে ডুবিয়েছিল স্থানীয় প্রশাসন।

Dive Magazine নামের একটি ইউটিউব চ্যানেলেও একই ধরনের ভিডিয়ো দেখতে পাওয়া যায়।
একই সময়ে প্রকাশিত তুরস্কের সংবাদ সংস্থা Anadolu Agency-র প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল।

এরপর দেখা গিয়েছে যে, ভাইরাল পোস্টে করা বিমান দুর্ঘটনার খবরটিকেই গুজব বলে দাবি করেছে মৌরিতানিয়ার সরকার। ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের হজ বিভাগের ডিরেক্টর ইল ওয়েলি তাহা জানিয়েছেন যে, পুরটাই গুজব। কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি এবং তাদের দেশের সমস্ত হজ যাত্রী সুরক্ষিত রয়েছেন। মৌরিতানিয়া এয়ারলাইন্সের তরফেও একই দাবি করা হয়েছে।
অতএব এখন এটা জলের মতো স্পষ্ট যে, ২১০ জন হজ যাত্রীকে নিয়ে মৌরিতানিয়ার যাতিরীবাহী বিমানের ভেঙে পড়ার খবরটি এবং ভিডিয়োটি ভুয়ো।
Sources
Report by BBC, dated June 15, 2019
Report by Anadolu Agency, dated June 15, 2019
Video by Dive Magazine