Claim
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার সাথে বলা হচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে রাজ্যসরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গান গাইলেন অরুণীতা কাঞ্জিলাল ও পবনদীপ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী অরুণিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গান গাইছেন।
Fact
ইন্ডিয়ান আইডলের মঞ্চে লক্ষ্মীর ভান্ডার গান গাইলেন প্রতিযোগী এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ সম্পাদিত।
ইন্ডিয়ান আইডল সঙ্গীত প্রতিযোগিতা দেখানো হয় Sony SET চ্যানেলে। ইউটিউবে Indian Idol Arunita এই কীওয়ার্ড টাইপ করার পর এক বছর আগের কিছু ভিডিও আমাদের সামনে আসে।
এর মধ্যে ভাইরাল ভিডিওটিও আমরা পাই। সেই এপিসোডে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপূর ও ওনার স্ত্রী নিতু সিংহের অভিনীত ৯০এর দশকের কিছু হিন্দি চলচিত্রের গান গেয়েছিলেন অরুণিতা ও পবনদীপ।
আসল ভিডিওতে যে গানটি অরুণিতা গেয়েছিলেন সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল ভিডিওর থেকে সম্পূর্ণ ভিন্ন।
আসল ভিডিওতে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীকে ৯০এর দশকের জনপ্রিয় গান গাইতে শোনা যাচ্ছে। ফেসবুকের ভাইরাল ভিডিওতে লক্ষ্মীর ভান্ডারের গানটিকে এডিট করে জুড়ে দেওয়া হয়েছে।
Result: Altered Photo / Video
Our Sources
SET Chennel video uploaded on 28th Feb 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।