Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োর দাবি—বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি নিজেই সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর ছবিটি দেখিয়েছেন, যেখানে তাঁকে কেয়া ঘোষ ও রেখা পাত্রের সঙ্গে অশালীন ভঙ্গিতে দেখানো হয়েছে।
তরুণজ্যোতি তিওয়ারির ভাইরাল ভিডিয়োটি এডিটেড।
রাজ্য বিজেপির দুই মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি ও কেয়া ঘোষ এবং সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র-র একটি কুরুচিকর ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি এবং থানায় অভিযোগও দায়ের হয়।
এই পরিস্থিতিতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তরুণজ্যোতি তিওয়ারি বক্তব্যের একটি ভিডিয়ো। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “এখানে দেখা যাচ্ছে আমি, আমাদের অন্য আর একজন মুখপাত্র কেয়া দি ও সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র…খাটের মধ্যে শুইয়ে…”। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকে কটাক্ষের সুরে দাবি করেছে যে, তরুণজ্যোতি তিওয়ারি নিজেই সংবাদমাধ্যমের সামনে সেই কুরুচিকর ছবিটি তুলে ধরেছেন।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৬ নভেম্বর, Timeon News নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে, তরুণজ্যোতি তিওয়ারির সম্পর্ণ বক্তব্যের ভিডিয়োটি পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে বিজেপি মুখপাত্রকে বলতে শোনা যায়, “আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরমক একটা ছবি শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে আমি, আমাদের অন্য আর একজন মুখপাত্র কেয়া দি ও সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র। তিনজনের একটা নর্মাল ছবি ছিল। সেটাকে খাটের মধ্যে শুইয়ে, AI দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ পাল, বরানগর এলাকার বাসিন্দা। তারপর হাসান জেড রামপুরহাট, এ জেড নামে রামপুরহাটে খুব পরিচ্ত। এক সিপিএম নেতার ছেলে, নম্বরটাও আছে। মনিরুল ইসলাম নামে একজন সেও একই কাজ করেছে। সুমনা মণ্ডল নামে এক মহিলা, তাঁরও একই কাজ। বান্টি পাল, তৃণমূলের সংগঠন টিএমএফ, তার সভাপতি। তাদের এই কীর্তিগুলো সামনে আনা। পয়েন্ট আউট করে থানায় অভিযোগ দায়ের হল। এফআইআর রেজিস্টার হয়েছে…এই নোংরামি থামা উচিত। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়া উচিত। ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারিকে নিয়ে মিম বানাক কিচ্ছু যায় আসে না। পলিটিক্যাল আক্রমণ করুক। যাদের দিদি বলি আমি তাঁদের নিয়ে এরকম…বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? বাংলায় আর কোনও মেয়ে নেই…এই ইস্যুটাকে নিয়ে যত দূর যাওয়া সম্ভব যাবো…৫ কোটি টাকা ডিফামেশনের নোটিস পাঠিয়েছি আমি…এদেরকো ছাড়া হবে না।”
Khabor Eisamay-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও একই ভিডিয়ো প্রকাশিত হয়েছিল।
এখান থেকে বোঝা যাচ্ছে যে, ভাইরাল কুরুচিকর ছবিটি নিজের থেকে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেননি তরুণজ্যোতি তিওয়ারি। ওই কুরুচিকর ছবিটি যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ জানাতে যায় এবং তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তাঁর বক্তব্যের অংশ বিশেষকে, ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
FAQ
1. তরুণজ্যোতি তিওয়ারি কি সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর ছবি দেখিয়েছিলেন?
না। তিনি ছবি দেখাননি। তিনি শুধু AI-এডিটেড ছবিটি কারা ছড়িয়েছে সেই বিষয়ে অভিযোগ জানান।
2. ভাইরাল ভিডিওটি কি কাটছাঁট করা হয়েছিল?
হ্যাঁ। আসল বক্তব্যের ছোট অংশ কেটে বিভ্রান্তিকর দাবি সহ পোস্ট করা হয়েছে।
3. ছবিটি কি সত্যিই অশালীন?
ভাইরাল ছবিটি একটি সাধারণ ছবিকে AI দিয়ে এডিট করে অশালীন রূপ দেওয়া হয়েছে।
4. কারা এই ছবি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত?
তরুণজ্যোতির দাবিতে কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
5. তিনি কি আইনি ব্যবস্থা নিয়েছেন?
হ্যাঁ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ৫ কোটি টাকার ডিফামেশন নোটিস পাঠানো হয়েছে।
Sources
Video by Timeon News
Video by Khabor Eisamay
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025