Authors
বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ঢাকা গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তাল করে তুলেছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে, যেমন কোথাও বলা হচ্ছে এই সন্ন্যাসীর হয়ে যে মুসলিম আইনজীবী প্রতিনিধিত্ব করছিলেন তাকে জিহাদিরা খুন করেছে , আবার কোথাও দাবি করা হয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সন্ন্যাসীকে একটি মেয়ের উপর যৌন নিপীড়ন করতে দেখা গেছে। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।
চিন্ময় কৃষ্ণ দাস ও শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ছড়ালো ভুয়ো নিউজকার্ড
ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ছবি-সহ ফেসবুকে ভাইরাল DBCNews-এর একটি নিউজকার্ড। যেখানে লেখা রয়েছে, “শেখ হাসিনা: কে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়ার আশ্বাস দেন ডিবি জিজ্ঞাবাদে: ইসকন নেতা” ( ভাইরাল দাবির বানানে কোনও পরিবর্তন করা হয়নি). আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত, ফেসবুকে DBCNews ,এর ভাইরাল নিউজকার্ডটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন
বাংলাদেশের ইস্কন সাধু চিন্ময় দাসের আইনজীবী কি “ইসলামিক জিহাদিদের” হাতে প্রাণ হারিয়েছেন ? ভাইরাল দাবির সত্যতা জানুন
চিন্ময় দাসের পক্ষে যে মুসলিম আইনজীবী ছিলেন তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত বাংলাদেশের চিন্ময় দাসের পক্ষে লড়া আইনজীবীকে ইসলামিক জিহাদের হাতে প্রাণ হারাতে হয়েছে, এই দাবিটি মিথ্যে। যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, তিনি এই কেসটির সঙ্গে জড়িত ছিলেন না।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন
বাংলাদেশের ইস্কন সাধু চিন্ময় দাসের নামে নারী নিগ্রহের ভুয়ো দাবিসহ ছড়ালো অসম্পর্কিত ভিডিও
ইস্কন সাধু চিন্ময় দাসের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুসন্ধানে প্রমাণিত বাংলাদেশের প্রভুপাদ চিন্ময় দাসকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর ভিডিও ছড়ালো। বাংলাদেশের পুণ্ডরীক ধামের সভাপতি প্রভুপাদ চিন্ময় দাসের নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা কিছু মাস আগের রাজস্থানের ভিডিও।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন
বাংলাদেশ-বিরোধী বক্তব্য় রাখছেন শ্য়ামলী পরিবহনের মালিক? ভাইরাল ভিডিয়োর ব্য়ক্তির আসল পরিচয় জানুন
বাংলাদেশে-বিরোধী বক্তব্য় পেশের ভিডিয়োটি শ্য়ামলী পরিবহনের মালিকের নয়।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।