বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact CheckWeekly Wrap: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি থেকে ‘হিন্দু-নিধন’! তপ্ত বাংলাদেশ নিয়ে নেটমাধ্য়মে ছড়িয়ে...

Weekly Wrap: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি থেকে ‘হিন্দু-নিধন’! তপ্ত বাংলাদেশ নিয়ে নেটমাধ্য়মে ছড়িয়ে থাকা ভুয়ো খবরগুলোর সত্য়তা জানুন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্য়াগ। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন এবং সম্প্রতি সন্ন্য়াসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি। পরপর ঘটনার ঘনঘটায় উত্তাল পড়শি দেশ। হিন্দুদের উপর অকথ্য় অত্য়াচারের একের পর এক খবর, ছবি ও ভিডিয়ো প্রকাশ্য়ে আসছে। পাশাপাশি শেখ হাসিনা ও ইউনুস সরকারকে নিয়েও নিত্য়-নতুন দাবির শেষ নেই। এই পরিস্থিতিতে গত এক সপ্তাহে ধরে সোশ্য়াল মিডিয়ায় কী কী ভুয়ো খবর ছড়ালো? সত্য়িটাই বা কী! জানুন এখানে…

এটা কি চিন্ময় কৃষ্ণ দাসের জেলবন্দি অবস্থায় পুজো করার ছবি?

আমরা সতন্ত্র ভাবে নিশ্চিত করতে পারিনি যে চিন্ময় কৃষ্ণ দাস জেলবন্দি অবস্থায় পুজো করার সুযোগ পাচ্ছেন কিনা। তবে এটা নিশ্চিত যে ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

সন্ন্য়াসীদের হাত থেকে আশির্বাদ নিচ্ছেন শেখ হাসিনা? না, আসল ছবিটি রাহুল গান্ধীর

ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

বাংলাদেশে অশান্তির আবহে সাম্প্রদায়িক দাবি-সহ নেটমাধ্য়মে ভাইরাল পূর্ব বর্ধমানে কালীমূর্তি বিসর্জনের ভিডিয়ো

কালী প্রতিমা ভাঙার ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। 

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ইস্কনের সন্ন্য়াসী? না, ভাইরাল ভিডিয়োটি শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মবলম্বীর 

ভাইরাল ক্লিপিংসটি এবং দাবি, পুরোটাই ভুয়ো। 

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular