Fact Check
Weekly Wrap: আরজি কর কাণ্ড থেকে কুম্ভমেলা, সপ্তাহভর সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন
আরজি কর কাণ্ডের রায়দানের পর সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে, সেই ঘটনা নিয়েও ভুয়ো দাবি। এছাড়া মহা কুম্ভমেলার আবহে ছড়িয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবি। সঙ্গে নাম জড়িয়েছে শাহরুখ-সলমন, অক্ষয়, করিনা, আল্লু অর্জুনের মতো বলিউড স্টারদেরও নাম। News Checker-এর এই প্রতিবেদনে জানুন সেই সমস্ত দাবির সত্য়তা।

আরজি কর কাণ্ডে রায়দানের আবহে ভুয়ো দাবি-সহ সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো আন্দোলনের ছবি
ভাইরাল ছবিটির সঙ্গে মোদি-বিরোধী আন্দোলনের কোনও যোগ নেই। সেটি আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

গোমূত্রে স্নানের ভিডিয়োটি কি কোনও হিন্দু ব্যক্তির? জানুন আসল তথ্য
গোমূত্রে স্নান করার ভিডিয়োটি কোনও হিন্দু ব্যক্তির নয়।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

পূণ্য় লাভে মহাকুম্ভে হাজির শাহরুখ-সলমন, অক্ষয়, করিনা, আল্লু অর্জুনরা? জানুন আসল সত্যিটা
কুম্ভমেলায় বলি ও দক্ষিণী তারকাদের ছবিগুলো একটাও সত্য়ি নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

মহাকুম্ভ মেলায় হিন্দু সাধুর ছদ্মবেশ নিয়ে গ্রেফতার হওয়া মুসলিম যুবকের ছবি এটি? তদন্তে উঠে এলো আসল সত্য়
ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

সাধুদের মারপিটের ভাইরাল ভিডিয়োটি কেদারনাথের, কুম্ভমেলার নয়
সাধুদের মারপিটের ভাইরাল ভিডিয়োটি মহাকুম্ভ মেলার নয়। সেটি কেদারনাথের।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

পাসপোর্ট ছাড়া ভারতে-প্রবেশ হাসিনার? না, ভাইরাল দাবি ও ভিডিয়ো দুটোই ভুয়ো
পাসপোর্ট ছাড়া হাসিনার ভারতে প্রবেশের দাবি এবং ভাইরাল ভিডিয়োটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

“আমি হিন্দু ও ভারতের বড় ভক্ত”, সাম্প্রতিক বলে ছড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োটি সাম্প্রতিক নয়, ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের একটি অংশ।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।