সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া Jio লেখা গমের ব্যাগের ছবি, কৃষকদের পশে দাঁড়ানোর জন্য ভারত সরকার প্রদত্ত সমস্ত পুরস্কর ফেরত দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সচিন তেন্ডুলকার,বিহারে সদ্য গঠিত নীতিশ কুমারের সরকারের বিধায়কদের দলত্যাগের খবরের সত্যতা জানুন আজকের এই প্রতিবেদনে।

কৃষক আন্দোলনের আরোও এক কৃষক শহীদ হলেন ?
দিল্লীর কৃষক আন্দোলনের বহু আগে ২০১৮ সালে এক শিখ বৃদ্ধের মৃত দেহের ছবি বর্তমানের কৃষক আন্দোলনের আবহে ফের ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

Jio র গম বাজারে বিক্রি হওয়ার পর থেকে কৃষকরা আন্দোলন করছে?
রিলায়েন্স গ্রুপের Jio ডিজিটাল থেকে কোনো কৃষিজ পণ্যের সরবরাহ করা শুরু করেনি। বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে Jio র নাম তাদের পণ্যের ব্যাগে ছেপে বাজারে বিক্রি করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পুরস্কার ফেরত দেবেন সচিন?
কৃষকদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সচিন তেন্ডুলকর ভারত সরকার প্রদত্ত পুরস্কার ফেরত দেবে না। ফেসবুকে সচিনের নামে ভাইরাল হয়েছে ভুল খবর।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

নীতিশ কুমারের ১৭ জন বিধায়ক তেজস্বী যাদবের দলে যোগদান করবে?
অরুণাচলে JDU দলের বিধায়ক বিজেপিতে যোগদানের পর থেকে একটি খবর শোনা যাচ্ছিলো যে বিহারের ১৭জন JDU নেতা তেজস্বী যাদবের দলে খুব শীঘ্রই যোগদান করবে, কিন্তু এই খবরটি সত্যি নয়। বিহারের নব-নর্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই দাবিকে নস্যাৎ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।