Authors
Claim: NCRB রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে সব থেকে নিরাপদতম রাজ্যের তকমা পেয়েছে
Fact: দাবিটি ভুল, কেন্দ্রীয় ক্রাইম রিপোর্ট অনুসারে কলকাতা ভারতের সব থেকে নিরাপদ শহর, পশ্চিমবঙ্গ নয়
ফেসবুকে NCRB রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে – কেন্দ্রের রিপোর্ট অনুসারে দেশের মধ্যে অব থেকে নিরাপদতম রাজ্য পশ্চিমবঙ্গ।
ফেসবুকে তৃণমূল ফ্যানপেজে থেকে এই দাবিটি ছড়িয়েছে।
Fact check/ Verification
কেন্দ্রের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সব থেকে নিরাপদ রাজ্য এই দাবিটি ভুল, কারণ NCRB থেকে এমন কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি।
দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা এই বছরের প্রকাশিত NCRB ২০২২ এর রিপোর্ট দেখি। উক্ত তথ্যে ভারতীয় ন্যায় আদালতের রায় ও অপরাধমূলক কর্মের নিরিখে প্রথমসারিতে থাকা সুরক্ষিত রাজ্য যথাক্রমে – নাগাল্যান্ড ৭১.৮ % , মেঘালয় ১০৯.০ %, মনিপুর ১২২.৩% ও ঝাড়খন্ড ১৬৪.৫%. যেখানে পশ্চিমবঙ্গে ১৮২.৮% সেখানে অরুণাচলপ্রদেশে ১৭৮.০% . অর্থাৎ পশ্চিমবঙ্গ কেন্দ্রের অপরাধমূলক তথ্য অনুসারে সবথেকে সুরক্ষিত নয়।
অন্যদিকে যদি মহিলাদের উপর অত্যাচার সব থেকে কম হওয়ার তালিকায় সব থেকে আগে রয়েছে – নাগাল্যান্ড যেখানে এই অপরাধের হার মাত্র ৪.৬% . মনিপুর ১৫.৬ %, তালিমনারু ২৪.০%, মিজোরাম ২৪.১%, গুজরাট ২২.৯%. পশ্চিমবঙ্গে এই হার ৭১.৮% .
সদ্য প্রকাশিত NCRB ২০২২ এর রিপোর্ট অনুসারে কলকাতা দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর এবং এই নিয়ে তিনবার এই শিরোপা জিতেছে সিটি অফ জয়। নতুন রিপোর্ট বলেছে কলকাতায় অপরাধমূলক ঘটনার হার ৮৬.৫% মাত্র। এরপরের শহর হলো মহারাষ্ট্রের পুনে ২৮০.৭%.
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সব থেকে নিরাপদ রাজ্য – আসলে ভুল। NCRB রিপোর্টে নাগাল্যান্ড সুরক্ষিত রাজ্য ও কলকাতা সব থেকে সুরক্ষিত শহরের শিরোপা জিতেছে।
Result: False
Sources
NCRB report 2022
Report published by Hindustan Times, 5Dec 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।