Monday, December 15, 2025

Fact Check

Yun Sun এর ২০১৭ সালের ডোকলাম সীমান্ত লড়াইকে কেন্দ্র করে বলা মন্তব্য গালওয়ান সীমান্ত যুদ্ধের আবহে ভাইরাল হলো

banner_image

ভাইরাল দাবি

sharechat থেকে সম্প্রতি আমরা একটি পোস্ট পাই যেখানে দাবি করা হয়েছে চীনের বুদ্ধিজীবী Yun Sun বলেছেন ‘ ভুল দেশের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি আমরা, ভারত কড়া টক্কর দিচ্ছে ‘ .

নিম্নে শেয়ার হওয়া এই পোস্টের কিছু স্ক্রিনশট দেওয়া হলো।

ফ্যাক্ট-চেক

Yun Sun যুক্তরাষ্ট্রের Stimson Center এর চায়না প্রোগ্রামারের পরিচালক।  চীনের বৈদেশিক নীতি, চীনের সাথে তার  প্রবাসী দেশ গুলির অভ্যন্তরীন সম্পর্ক কেমন এই বিষয়ের উপর তিনি বিশেষ জ্ঞান অর্জন করেছেন।  বৈদেশিক নীতি গ্রহণের ক্ষেত্রে চীন কি পরিকল্পনা অর্জন করে, কোন দেশের ক্ষেত্রে চীনের কি নীতি কার্যকরী প্রমাণিত হবে, এই নিয়ে Yun Sun এর আমরা বেশ কিছু গুরুত্ব পূর্ণ তথ্য পেয়ে থাকি।  পূর্ব-এশিয়ার প্রোগ্রামের সহ -পরিচালক Yun এশিয়ার সাথে বিশ্বের অন্যান্য মহাদেশ গুলির কূটনৈতিক সম্পর্ক কেমন সেই বিষয়েও মতামত দিয়েছে।

Yun কে নিয়ে যে পোস্টটি ভাইরাল হয়েছে , সেই পোস্ট থেকে আমরা কিছু কীওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করার পর India-Today র একটি রিপোর্ট পাই।  Yun Sun কে নিয়ে এই রিপোর্টে প্রথমেই লেখা ২০১৭ সালের ডোকলাম সীমান্ত লড়াইয়ে ভারতের ক্ষমতা প্রদর্শন চীনকে যথেষ্ট অবাক করে।

২০১৭ সালে ভারত, ভুটান ও চীনের মাঝে অবস্থিত ডোকলাম মালভূমি সীমান্ত উত্তেজনা তৈরী হয়।  চীন ঐ অঞ্চল দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসে।  শুরু হয় চীনকে প্রতিরোধ করার লড়াই।  ৭৩ দিন ধরে দুই প্রতিপক্ষের মধ্যে চলতে থাকে একে অপরকে প্রতিহত করার লড়াই।

ভারত ডোকলামের মতো ছোট্ট একটি অঞ্চল নিয়ে এতটা তরপরতা দেখাবে, চীনের কাছে এই বিষয়টি যথেষ্ট বিস্ময়কর ছিল। বর্তমানে চীন ও ভারতের মধ্যে পুনরায় সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে লাদাখের গালওয়ান উপত্যকাকে কেন্দ্র করে। এই বিষয়ের উপর কথা বলার সময় Yun ২০১৭ সালের প্রসঙ্গটি তোলেন।  

India -TodayTimes of  India-র রিপোর্ট অনুযায়ী তিনি মনে করেন যে যেহেতু ২০১৭ সালে চিনকে আটকানো হয়েছিল ডোকলাম সীমান্তে রাস্তা বানানোর সময়, কারণ ভারতের মতে যেহেতু রাস্তাটি ভারত ও ভুটান লাগোয়া তাই চীনের এই রাস্তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে।  ঠিক একই ভাবে লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সেনা পরিগমনের রাস্তা কে সুঠাম করার জন্য ভারত যে রাস্তা তৈরিতে নেমেছে তা চীনের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে। 

তিনি আরো বলেন, চীনের কেন্দ্রীয় আধিকারিকদের প্রশ্ন করলে তারা এইটাই বলবে যে ভারত যা করছে তার ঠিক জবাব দিচ্ছে চীন যেমনটা হয়েছিল ২০১৭ সালে।  দুই পক্ষই মনে করছে তারা তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে নিরাপদ রাখার জন্য যা করছে তাই একমাত্র ঠিক পদক্ষেপ।  

আমাদের অনুসন্ধানের দ্বারা এটি প্রমাণিত যে Yun Sun ভারত-চীনের মধ্যে গালওয়ান উপত্যকাকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই বিষয়কে কেন্দ্র করে তিনি বলেননি যে – চীনের ভারতের সাথে যুদ্ধে নেমে ঠিক করেছে।  সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে।  

ব্যবহৃত টুলস

  • Google keyword search
  • Media reports

ফলাফল

বিভ্রান্তিকর Misleading

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,598

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage