কর্ণাটকের হিজাব পরিধান করার বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিছু হিজাব পড়া মহিলাদের দিকে জল ছোড়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার এক পাশে দাঁড়ানো কিছু যুবক কালো বোরখা পরা কিছু মেয়েদের দিকে নোংরা জল ছুড়ে মারছে আর বিকট অট্টহাসিতে ফেঁটে পড়ছে। অন্যদিকে জল থেকে বাঁচতে হাত মুখ দিয়ে ঢেকে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছে মুসলিম মেয়েরা।
ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে ‘হিজাব আমার অধিকার কোনো কাফের এই হিজাব কেড়ে নিতে পারবেনা’

ফেসবুক ছাড়াও এই ভিডিওটি আমরা টুইটারেও খুঁজে পাই।
কর্ণাটকে মেয়েদের হিজাব তথা বোরখা পরা নিয়ে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে আসা নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছে গেছে এবং যার ফলে ৯,১০ ও ১১ই ফেব্রুয়ারি স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। শিক্ষালয়ে বোরখা পরে আসা যাবে কিনা এই প্রশ্ন ওঠার পর কর্ণাটক হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত এই জল গোড়ায়, কিন্তু সুপ্রিমকোর্ট এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসেনি কারণ যতক্ষণ না পর্যন্ত রাজ্য বিচারালয় থেকে কোনো ফলাফল বের হচ্ছে ততক্ষন সুপ্রিমকোর্টও এই বিষয়ে কোনো মমতা দেবে না বলে জানিয়েছে।
Fact check / Verification
হিজাব পরা মহিলাদের দিকে জল ছোড়ার ভিডিওটি কোথাকার, ভিডিওটি এখনকার হিজাব বিতর্কের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ভিডিওটিকে InVid টুলের দ্বারা কীফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা Eastern University নামের একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি পাই যেটি আপলোড করা হয়েছিল ২০১৯ সালে। এই ভিডিওতে কলেজের সিনিয়ার দ্বারা জুনিয়রদের রাগিং করতে দেখা যাচ্ছে।

এই সূত্র ধরে কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা Lanka Sun News ২৪শে নভেম্বর ২০১৯ সালের ফেসবুক পোস্ট পাই।

হিজাব পরা মহিলাদের দিকে জল ছোড়ার ভিডিওটি ভারতের নয়, শ্রীলঙ্কার
এই ভিডিওটিকে আমরা ইউটুউব চ্যানেল Colombo Daily থেকে ও Puthithu নামের একটি ওয়েবসাইট থেকে ২০১৯ সালের ২৪শে নভেম্বরে প্রকাশিত রিপোর্টে পাই।

অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কর্ণাটকের হিজাব বিতর্কের আবহে ভাইরাল ভিডিও যেখানে কিছু যুবক দ্বারা হিজাব পরা মহিলাদের দিকে জল ছুড়তে দেখা যাচ্ছে তা ২০১৯ সালের শ্রীলঙ্কার।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু যুবক দ্বারা হিজাব পরা মহিলাদের দিকে জল ছোড়ার ভিডিওটি তিন বছর পুরোনো এবং ভিডিওটি শ্রীলঙ্কার একটি কলেজের।
Result:Misleading
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।