রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkসোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে অন্য এক ব্যক্তির ছবি তার বাবার নামে ভাইরাল...

সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে অন্য এক ব্যক্তির ছবি তার বাবার নামে ভাইরাল হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে। এই ছবিকে ঘিরে দাবি করা হয়েছে ছবিতে মুসকান খানের মাথার উপর হাত দিয়ে দাঁড়ানো ব্যক্তিকে তার বাবা বলা হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখা হয়েছে ‘বাবার সাথে সাহসী মেয়ে মুসকান’.
এই দাবিতে শেয়ার হওয়া কিছু ফেসবুক পোস্ট এখানে দেখা যেতে পারে।

সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে  image 1
Courtesy: Facebook / অপেক্ষা
সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে image 2
Courtesy: Facebook / চিঠিপত্র
সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে image 4
Courtesy: Facebook /Halima Begum

ফেসবুক ছাড়াও টুইটারেও এই ছবিটি বেশ ভাইরাল হয়েছে।

কর্ণাটকে কলেজ ছাত্রী মুসকান খানের বোরখা পরে কলেজে যাওয়া এবং গেরুয়া উত্তরীয় ধারীদের জয় শ্রীরামের ধ্বনি শুনে আল্লাহ হু আকবর বলার পর ভারতের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরিস্থিতি বিগড়েছে। জানুয়ারি মাসে সরকারি মহিলা কলেজে বোরখা পরে যাওয়ার বিরোধীতা করার রেশ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। শিক্ষাঙ্গনে কর্ণাটক হাইকোর্ট থেকে আপাতত নিষেধ করা হয়েছে ছাত্রছাত্রীদের কোনো প্রকার ধর্মীয় বেশভূষা পরে না আসতে।

Fact check / Verification

সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি মুসকানের পিত কিনা জানার জন্য আমরা প্রথমে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। কিন্তু এই ছবিটি নিয়ে কোনো রকমের হদিস আমরা পাইনি। এরপর আমরা কিছু কীওয়ার্ড দিয়ে গুগলে অনুসন্ধান করা শুরু করি এবং Jamat-Ulema-I-Hind এর একটি ফেসবুক পোস্ট পাই। পোস্ট মারফৎ আমরা জানতে পারি মুসকান খান গেরুয়া শাল পড়া যুবকদের জয় শ্রীরামের ধ্বনির সামনে হিজাব পরে আল্লাহের নাম নিতে নিতে কলেজে প্রবেশ করার জন্য জামাত-উলেমা-এ-হিন্দ থেকে তাকে ৫লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুসকানের সাহসিকতার নজির হিসেবে এই উপহারটি তাকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে জামাত-উলেমা। এই পোস্টে আমরা অন্য এক ব্যক্তিকে দেখি যিনি নীল শার্ট পরে টাকার চেকটি নিচ্ছেন এবং এই ব্যক্তির সাথে ছবির ব্যক্তির কোনো সাদৃশ্য নেই।

এই সূত্র ধরে খোঁজার পর আমরা ইউটুউবের একটি ভিডিও পাই যেখানে ভাইরাল ছবির ব্যক্তিটি যিনি মুসকানের মাথার উপর হাত রেখে দাঁড়িয়ে যাচ্ছেন তাকে দেখি। ভিডিওটিতে তাকে মুসকানের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে ‘ অনেক বাহাদুর মেয়ে আমাদের মান্ডিয়ার মুসকান খান। আজ মুস্কান সমগ্র মুসলিম জাতির মুখ উজ্জ্বল করেছে এবং নিজের সাহসিকতার পরিচয় দিয়েছে। ‘ ভিডিওটি চলাকালীন আমরা দেখি তিনি এক ব্যক্তিকে মুসকানের বাবা বলে পরিচয় করালেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে যে ব্যক্তির ছবি ছড়িয়েছে এবং যাকে তার বাবা বলা হয়েছে তিনি অন্য এক ব্যক্তি, মুসকানের পিতা নন।

সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে তাকে ঘিরে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে

এই ভিডিওটি ছাড়াও আমরা মাইসোর চ্যানেল নামে একটি ইউটুউব চ্যানেল থেকে মুসকানের সাক্ষাৎকারের একটি ভিডিও পাই যেখানে পরিষ্কার হয় মুসকানের বাবা হুসেন খান অন্য এক ব্যক্তি এবং ভাইরাল ছবির ব্যক্তিটি অন্য একজন। হিজাব পরে আল্লাহ-হু-আকবরের নাম নেওয়ার মতো ঘটনার পর মুসকানকে ও তার পরিবারকে বাহবা জানতে তিনি এসেছিলেন।

সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে যে বাইকটিকে দেখা যাচ্ছে তার নাম জিলানী ভাই, যিনি হায়দ্রাবাদ থেকে এসেছিলেন মুসকানের স্তাহে দেখা করতে।

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে মুসকানের সাথে যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যাকে মুসকানের পিতা বলা হয়েছে তিনি আসলে অন্য এক ব্যক্তি। অনুসন্ধানের দ্বারা প্রাপ্ত তথ্যে আমরা দেখি হুসেন খান যিনি মুসকানের বাবা তাকে সম্পূর্ণ অন্য রকম দেখতে।

Result: False connection

Our sources

Twitter – https://twitter.com/JamiatUlama_in/status/1491408737432604676

YouTube: tps: //youtu.be/ilWRPRIV-pU

YouTube: https://youtu.be/W37eYzB0q6s

TOI: https://timesofindia.indiatimes.com/videos/toi-original/meet-muskan-khan-karnatakas-hijab-wearing-girl-whose-video-is-going-


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular