Claim
মেয়ে ভামিকার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) ছবি।

Fact
ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখলে জানা যায় যে, তাঁদের তরফে মেয়ে ভামিকার কোনও ছবি সরকারি ভাবে প্রকাশ্যে আনা হয়নি।
সেজন্য আমাদের সন্দেহ হয় যে, ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা AI জেনারেটেড হতে পারে।
তাই প্রথমে ছবিটি Hive Moderation টুলের সাহায্যে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা যায় যে, ছবিটি ৯৯.৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

এরপর, Is It AI টুলের সাহায্যে একই ছবির পরীক্ষা করলে, সেখানেও ৯৯ শতাংশ নিশ্চিত করে জানায় যে, ছবিটি AI জেনারেটেড।

অতএব এখন এটা স্পষ্ট যে, মেয়ে ভামিকার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা AI জেনারেটেড।
Sources
Hive Moderation
Is It AI