নতুন বছরে নতুন খুশি ঘরে এসেছে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মার ঘরে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তাদের এই খুশিতে সামিল হয়েছে সারা দেশবাসী।সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বিরাট ও অনুষ্কার নবজাতকের খবরে ছয়লাপ। এর মধ্যেই ছড়িয়েছে নবজাতকের একটি ছবি, দাবি করা হয়েছে যে বাচ্চাটিকে ছবিতে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, বিরাট ও অনুষ্কার মেয়ে। ফেসবুকে, ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছে এই ছবি।


Fact check / Verification
অনুষ্কা ও বিরাটের নবজাতকের নামে যে ছবিটি ছড়িয়েছে তা আসলে ভুয়ো একটি ছবি। রিভার্স ইমেজ করার পর Getty Image এর লিংক পাই যেখানে আসল ছবিটি আমরা দেখি। মায়েদের সাথে নবজাতকদের ছবির সারির মধ্যে আমরা এই ছবিটি পাই।

ভাইরাল কোহলি ও অনুষ্কা এখনো পর্যন্ত তাদের সন্তানের কোনো ছবিই প্রকাশ্যে আনেনি বলে জানা গেছে। বিরাটের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্ট পাই যেদিন তাদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। সম্প্রতি Viral Bhayani র ইন্সট্যাগারমের থেকে একটি ভিডিও আমরা পাই যেখানে অনুষ্কা ও বিরাটের তরফ থেকে পাপারাৎজিদের উপহার পাঠানো হয়েছে। সুগন্ধি মোমবাতি, ফল, মিষ্টির বাক্সে একটি ছোট বার্তায় বলা হয়েছে -ওনারা এখনই তাদের সন্তানের ছবি প্রকাশ্যে আনতে চাননা।প্রত্যেকের ভালোবাসা ও শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এমন কোনো বিষয়ের প্রকাশ যেন না হয় যেখানে তাদের সন্তান উল্লেখিত থাকে।
Conclusion
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যা সন্তানের নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে ভুয়ো ছবি। সোশ্যাল মিডিয়াতে ও সংবাদ মাধ্যমে কোথাও এখনো পর্যন্ত তাদের সন্তানের ছবি নেই।
Result – Fake
Our sources
ViralBhayani – https://www.instagram.com/tv/CJ-wadLH791/
Getty Image – https://www.gettyimages.com.au/detail/photo/new-born-baby-with-his-mother-royalty-free-image/522778346?adppopup=true
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।