Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে পোস্ট করা হচ্ছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে একটি হিংস্র বাঘের মাথায় হাত বুলিয়ে, প্রাণীটিকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকে দাবি করেছে যে, রাতের অন্ধকারে, মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে বাঘটি রাতের অন্ধকারে লোকালয়ে করে এসেছিল। স্থানীয় কারখানার এক শ্রমিক, নেশা করে বাঘটিকে মাদক খাওয়ানোর চেষ্টা করেছিল।

তদন্তের শুরুতে, “tiger” ও “Pench Tiger Reserve” লিখে, ইন্টারনেটে সার্চ করলে, ওই ঘটনার কোনও যথাযথ সংবাদ প্রতিবেদন চোখে পড়েনি।
পেঞ্চ টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর রাজনীশ সিং জানান যে, ভাইরাল ভিডিয়োটি পেঞ্চ টাইগার রিজার্ভের কোনও রাস্তার নয়।
এরপর ভিডিয়োটি ভালো করে লক্ষ্য করলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন, শুরুতেই মানুষটির হাত ও প্যান্টে একটি অসঙ্গতি দেখা যায়। এছাড়া, বাঘের থাবাতেও একই ধরনের অসামঞ্জস্য দেখা যায়। যার ফলে সন্দেহ হয় যে, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা এআই জেনারেটেড (AI-generated) হতে পারে।

পরবর্তি পরীক্ষার জন্য, Misinformation Combat Alliance (MCA)-এর অন্তর্গত Deepfakes Analysis Unit (DAU)-এর সঙ্গে যোগাযোগ করা হয়। নিউজচেকার যার একটি সদস্য। DAU একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুলের সাহায্যে ভিডিয়োটির পরীক্ষা করে।



সুতরাং এখান থেকে প্রমাণিত যে, বাঘকে মদ খাওয়ানোর ভাইরাল ভিডিয়োটি সত্যি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি।
FAQ
প্রশ্ন ১: ভিডিয়োটির ঘটনাস্থল কোথায়?
উত্তর: ভিডিয়োটির কোনও বাস্তব স্থানের সঙ্গে যোগ নেই। পেঞ্চ টাইগার রিজার্ভের অঞ্চল এটি নয়।
প্রশ্ন ২: ভিডিয়োটির মানুষ ও বাঘ বাস্তব কি?
উত্তর: না, উভয়কেই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি দৃশ্য বলা হয়েছে।
প্রশ্ন ৩: এই ভিডিয়ো কে তৈরি করেছে তা কি জানা গিয়েছে?
উত্তর: না, ভিডিয়োটির উৎপত্তি বা স্রষ্টার পরিচয় অজানা।
প্রশ্ন ৪: কোন সংস্থা ভিডিয়োটি বিশ্লেষণ করেছে?
উত্তর: Misinformation Combat Alliance (MCA)-এর Deepfakes Analysis Unit (DAU)।
প্রশ্ন ৫: ভিডিয়ো চেনার উপায় কি?
উত্তর: অস্বাভাবিক আন্দোলন, আলোর অসামঞ্জস্য ও মুখ বা হাতের অপ্রাকৃত গঠন দেখলে এআই ভিডিয়ো হওয়ার সম্ভাবনা থাকে।
Sources
DAU Analysis
Self Analysis
Tanujit Das
August 20, 2025
Tanujit Das
June 24, 2025
Kushel Madhusoodan
June 12, 2025