Claim
জন্মাষ্টমীর দিন বারাণসীর ঘাটে বাঁদরদের খাওয়ার একটি দৃশ্য।

Fact
পুলিশের উপস্থিতিতে বাঁদরদের খাবার খাওয়ার দাবিতে ভাইরাল ভিডিয়োটির পিছনের সত্যতা জানতে, আমরা গুগলে কিছু কিওয়ার্ড সার্চ করি। তবে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি, যা থেকে প্রমাণইত হয় যে, বারাণসীতে পুলিশ বাঁদরদের খাবার খাইয়েছে।
ভিডিয়োটি মনোযোগ সহকারে দেখার পর, আমরা তাতে অনেক অসঙ্গতি দেখতে পাই। ভিডিয়োটিতে অনেক পুলিশ সদস্যকে পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পতাকার উপরে ‘মাভাজরি’ লেখা আছে। অনুসন্ধান করে, আমরা সেই নামের কোনও পতাকা পাইনি এবং এই শব্দের কোনও অর্থ জানা যায়নি। এমনকী, পুলিশ সদস্যদের পোশাকেও অনেক বৈষম্য ধরা পড়েছে।
ভিডিয়োর শুরুতে পুলিশ সদস্যদের টুপি পরা অবস্থায় দেখা যাচ্ছে এবং তাঁরা জুতো পরে নেই। পরের দৃশ্যে, পুলিশ সদস্যদের মাথায় পাগড়ি এবং হাতে গ্লাভস পরা অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেই দৃশ্যেও তাঁদের পায়ে জুতো দেখতে পাওয়া যায়নি। এছাড়া, বাঁদরদের খাবারের থালাগুলোতেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। একটি দৃশ্যে, বাঁদরদের পাতায় খেতে দেখা যাচ্ছে তো অন্য দৃশ্যে, তাদের সামনে খাবারের প্লেট রয়েছে। এখান থেকেই আমাদের সন্দেহ হয় যে, ভিডিয়োটি AI দ্বারা তৈরি করা হতে পারে।

তদন্তের সময় আমরা hivemoderation টুলের সাহায্যে ভিডিয়োটির পরীক্ষা করি এবং তাতে ফলাফল আসে যে, ভিডিয়োটির ৯৯.৩ শতাংশ সম্ভাবনা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বা তৈরি হওয়ার।

এছাড়া, Was It AI টুলের সাহায্যেও ভিডিয়োর কি-ফ্রেমের পরীক্ষা করা হয়। তাতেও ফলাফল আসে যে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে, জন্মাষ্টমীর দিন, পুলিশের উপস্থিতিতে বারাণসীর ঘাটে বাঁদরদের খাওয়ার ভিডিয়োটি সত্যি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Sources
Hivemoderation.com
wasitai.com
Self Analysis