AI/Deepfake
Col Sofia Qureshi: ‘মুসলমান কিন্তু সন্ত্রাসবাদী নই, জঙ্গিদের কোনও ধর্ম হয় না’, নেটমাধ্যমে ছড়ালো কর্নেল সোফিয়া কুরেশির ডিপফেক ভিডিয়ো
Claim
সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে (Col Sofia Qureshi) বলতে শোনা যাচ্ছে যে, তিনি মুসলমান কিন্তু সন্ত্রাসবাদী নন। সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না।

Fact
ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, সেটি অপারশন সিঁদুর (Operation Sindoor) পরবর্তী প্রথম সাংবাদিক সম্মেলনের দৃশ্য। ৭ মে, ২০২৫, সকালে হওয়া ওই সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশিকে (Col Sofia Qureshi) নিজের ধর্মের বিষয়ে কোনও কথা বলতে শোনা যায়নি। বরং পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) প্রত্যুত্তোরে অপারশন সিঁদুর (Operation Sindoor) নামের যে জঙ্গি-দমন অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা, ওই বিষয়েই কর্নেলকে কথা বলতে শোনা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি ভালো করে লক্ষ্য করলে কর্নেল সোফিয়া কুরেশির (Col Sofia Qureshi) কথা বলার ভঙ্গির মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সেই থেকে আমাদের সন্দেহ হয় যে, ভাইরাল ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা ডিপফেক হলেও হতে পারে।
resemble.ai টুলের সাহায্যে ভাইরাল ভিডিয়ো এবং তার অডিয়োর পরীক্ষা করলে জানা যায় যে, সেটি ফেক বা ভুয়ো।

UB Media Forensics Lab-এর তৈরি Deepfake-O-Meter টুলের সাহায্যে পরীক্ষা করলে, সেখানেও বেশির ভাগ পর্যবেক্ষণে ভিডিয়োটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা ডিপফেক বলা হয়।

অতএব, কর্নেল সোফিয়া কুরেশির (Col Sofia Qureshi) নিজের ধর্ম নিয়ে বলার ভিডিয়োটি একটি ডিপফেক।
Sources
Video by DD News, dated May 7, 2025
resemble.ai
Deepfake-O-Meter