AI/Deepfake
India-Pakistan Conflict: সংঘর্ষের আবহে পাকিস্তান-বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন অমিত শাহ! সত্যি কি এমনটা হয়েছে? জানুন
Claim
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের (India-Pakistan Conflict) আবহের মধ্যে, মুসলিম-বিরোধিতার জন্য, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Fact
Hive Moderation টুলের সাহায্যে ভাইরাল ভিডিয়োটির পরীক্ষা করলে দেখা যায় যে, সেটি ৯৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।

ElevenLabs টুলের দ্বারা পরীক্ষাতেও দেখা গিয়েছে যে, অডিয়োটির ৯৮ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।

তাহলে এখন এটা প্রমাণিত যে, অমিত শাহের ক্ষমাপ্রার্থনার ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি বা ডিপফেক।
Sources
Hive Moderation
ElevenLabs