Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) পা ধরলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

গুগল লেন্সের সাহায্যে, ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Content Garden নামের একটি ওয়েবসাইটে, ভাইরাল ভিডিয়োর একটি ফ্রেম দেখতে পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (HM Amit Shah) শল বা চাদর পরাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই ছবির ক্যাপশনে থেকে জানা যায় ৮ নভেম্বর, ২০২৩ তারিখ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবর্ধনা জানিয়েছিলেন সমবায় মন্ত্রকের তৎকালীন সচিব জ্ঞানেশ কুমার। নয়াদিল্লিতে অবস্থিত ন্যাশনাল কো-অপারেশন অর্গানিকস লিমিটেডের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অমিত শাহ। এখান থেকে প্রমাণিত হয় যে, সেই সময় জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন না।
৯ নভেম্বর, ২০২৩ তারিখ, Krishi Jagran-এর ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানের ভিডিয়োটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিয়োর ৪৮ সেকেন্ড টাইম স্ট্যাম্পে দেখতে পাওয়া যায়, সমবায় মন্ত্রকের তৎকালীন সচিব জ্ঞানেশ কুমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শল বা চাদর পরিয়ে দিচ্ছেন। এমনকী, ওই ভিডিয়োতে জ্ঞানেশ কুমারকে কখনই অমিত শাহের পা ধরতে দেখা যায় না। ফলে এখান থেকে সন্দেহ তৈরি হয় যে, ভাইরাল ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি করা হতে পারে।
Decopy টুলের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে, ভাইরাল ভিডিয়োর দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি হওয়ার, ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে।

Wasitai টুলের পরীক্ষাতেও প্রমাণিত হয় যে, জ্ঞানেশ কুমারের অমিত শাহকে নমস্কারের ভিডিয়োটি সত্যি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

অর্থাৎ এখন এটা প্রমাণিত যে, অমিত শাহের পা ছুঁয়ে জ্ঞানেশ কুমারের নমস্কারের ভিডিয়োটি সত্যি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
FAQ Section
১. জ্ঞানেশ কুমার কি সত্যিই অমিত শাহের পা ধরেছিলেন?
না। কোনো আসল ভিডিয়ো বা ছবি থেকে এমন দৃশ্য পাওয়া যায়নি। ভাইরাল ক্লিপটি AI-generated।
২. ভাইরাল ভিডিয়োটি কবে ও কোথায় তোলা হয়েছিল?
আসল অনুষ্ঠানটি হয়েছিল ৮ নভেম্বর ২০২৩, নয়াদিল্লিতে। সেখানে জ্ঞানেশ কুমার শল পরিয়েছিলেন, পা ধরেননি।
৩. AI শনাক্তকরণে কী প্রমাণ মিলেছে?
Decopy এবং Wasitai—উভয় টুলই উচ্চ সম্ভাবনায় দৃশ্যটিকে AI-generated হিসেবে শনাক্ত করেছে।
৪. তখন কি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন?
না। তিনি তখন সমবায় মন্ত্রকের সচিব ছিলেন।
৫. এই ধরনের ভুয়ো ভিডিয়ো কেন ছড়ানো হয়?
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে এমন কন্টেন্ট ছড়ানো হয়।
Sources
YouTube Video Krishi Jagran on Nov 9, 2023
WasitAI
Decopy AI
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025