Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের জন্য ১০ কোটি টাকা দান করলেন বলিউড অভিনেতা সলমন খান।

৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তবে, হুমায়ুন কবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনও পোস্ট পাওয়া যায়নি, যেটা প্রমাণ করে যে, সলমন খান বাবরি মসজিদের জন্য টাকা দান করেছেন।
এমনকী, সলমন খানের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এমন কোনও ঘোষণা সংক্রান্ত পোস্ট দেখতে পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিয়োতে থাকা সলমন খানের ছবিটি মাত্রাতিরিত্ত স্বচ্ছ। ফলে আমাদের সন্দেহ হয় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি হতে পারে।
তাই Was it AI ও Is it AI টুলের সাহায্যে আমরা ছবিটি পরীক্ষা করি এবং সেই পরীক্ষায় জানা হয় যে, ভাইরাল ভিডিয়োতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।


৪ ডিসেম্বর, হুমায়ুন কবিরের করা ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে, বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির জন্য, ‘West Bengal Islamic Foundation of India’ নামের একটি নির্দিষ্ট ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল।
তবে ভাইরাল ভিডিয়োতে সলমন খানের হাতে যে চেকের ছবিটি দেখতে পাওয়া যায়, সেখানে ওই উক্ত ট্রাস্টের নাম নেই। বরং লেখা রয়েছে, ‘Babri Masjid’।


এছাড়া, সলমন খানের হাতে থাকা চেকটিতে ‘Hankcorn’ নামে কোনও একটি ব্যাঙ্কের নাম লেখা রয়েছে। এই নামের কোনও ব্যাঙ্কের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

এই বিষয়ে আরও জানতে, আমাদের তরফে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে, সেটা এই প্রতিবেদনে আপডেট করা হবে।
তবে তথ্য-প্রমাণ থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো।
Sources
Humayun Kabir’s Facebook page
Salman Khan’s Facebook page
Salman Khan’s Instagram Account
Was it AI and Is it AI
Tanujit Das
December 13, 2025
Tanujit Das
December 11, 2025
Tanujit Das
December 8, 2025