Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভিড়ের ভিডিয়োটি বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের দিনের বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল ভিডিয়োটি গুজরাটের নেত্রাঙ্গ গ্রামের। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে, বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের নয়।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিড়ের একটি ভিডিয়ো। যেটাকে বেলডাঙা বাবরি মসজিদের শিলান্যাসের দিনের বলে দাবি করা হচ্ছে।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৫ নভেম্বর, chaitarvasava.army নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে দৃশ্যটিকে, গুজরাটের আম আদমি পার্টির বিধায়ক চাইতর ভাসাভার ভিডিয়ো বলে দাবি করা হয়েছে।
ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিতে বিধায়ক চাইতর ভাসাভার আরও অনেক ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
১৫ নভেম্বর, গুজরাটের দেদিয়াপারা বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক চাইতর ভাসাভার এক্স হ্যান্ডেলে, বিরশা মুণ্ডার ১৫০ তম জন্মজয়ন্তী পালন সংক্রান্ত পোস্ট করা হয়েছিল।
একই দিন, banti_hathila নামের আরও একটি ইনস্টাগ্রাম একই ধরনের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল রয়েছে। সেখানে দৃশ্যটিকে গুজরাটের নেত্রাঙ্গ এলাকায় বিরশা মুণ্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ব়্যালির বলে দাবি করা হয়েছিল।

এছাড়া, ভাইরাল ভিডিয়োতে দৃশ্যমান বিরশা মুণ্ডাকর পোস্টারের সঙ্গে চাইতর ভাসাভার সভামঞ্চের পিছনের ব্যানারের মিল পাওয়া যায়।

আরও সার্চ করলে দেখা যায়, ভাইরাল ভিডিয়োতে থাকা বাসের গায়ে ‘Super Zankar’ লেখা রয়েছে। তদন্তে জানা যায় যে, সেটি গুজরাটের একটি ব্যান্ড, যার মালিক সতীশ রানা। Super Zankar-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও, ১৫ নভেম্বর একই ধরনের অন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োতে দৃশ্যটিকে বিধায়ক চাইতর ভাসাভার প্রবেশের দৃশ্য বলে দাবি করা হয়েছিল।
ওই ভিডিয়োটির সঙ্গে, ভাইরাল ভিডিয়োতে থাকা একটি পোস্টার এবং সবুজ রঙের একটি স্টেজের মিল পাওয়া যায়।

ভাইরাল ভিডিয়োটি সম্পর্কে আরও তথ্য পেতে, নিউজচেকারের তরফে সতীশ রানার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের নিশ্চিত জানান যে, ভাইরাল ভিডিয়োটি গুজরাটের নেত্রাঙ্গ গ্রামের। বিরশা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে, গত ১৫ নভেম্বর, সেখানে একটি সভার আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক চাইতর ভাসাভা। তাঁর কোম্পানি সেই অনুষ্ঠান উপলক্ষে বক্স, ডিজে, মাইক ইত্যাদির ব্যবস্থা করেছিল।
এছাড়া ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া কয়েকটি বাড়ি ও দোকানের জিও লোকেট করেও দেখা যায় যে, ভিডিয়োটি গুজরাটের নেত্রাঙ্গের অঙ্কলেশ্ব-বুরহানপুর হাইওয়ের।

এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি গুজরাটের নেত্রাঙ্গ গ্রামের। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে, বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের নয়।
Sources
Instagram post by chaitarvasava.army
X post by Chaitar Vasava
Geo Location
Telephonic conversation with Satish Rana, owner of Super Zankar Band
Tanujit Das
December 13, 2025
Tanujit Das
December 11, 2025
Tanujit Das
December 8, 2025