Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
বিজেপি শাসিত দিল্লি ও অসমে বাঙালি মহিলাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ।
ভাইরাল ভিডিয়োটি দিল্লি বা অসমে বাঙালি মহিলাদের উপর পুলিশি অত্যাচারের নয়।
রাতের বেলা রাস্তায় কয়েকজন মহিলাকে মারধর করছে পুলিশ অফিসাররা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হচ্ছে সেই ভিডিয়ো। যা পোস্ট করে দাবি করা হচ্ছে যে, বিজেপি শাসিত দিল্লিতে বাঙালি মহিলাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ।

আবার অনেকে একই ভিডিয়ো পোস্ট করে, সেটাকে অসমের বাঙালি মহিলাদের উপর অত্যাচারের দৃশ্য বলে দাবি করেছে।

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর, Dina Malar নামের একটি তামিল সংবাদমাধ্যমে একই ছবির ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, তামিল নাডুর তিরুনেলভেলি জেলার পানাগুডি এলাকায়, কয়েকজন রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদে অন্যান্য রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার মহিলারা থানার সামনে বিক্ষোভ প্রদর্ষন করলে, পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছিল।

২০২৪ সালের, ২৫ সেপ্টেম্বর, NewsTamil 24X7 নামের আরও একটি তামিল সংবাদমাধ্যমের, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো, খবরের আকারে প্রকাশিত হয়েছিল। যার শিরোনামের ইংরেজি অনুবাদ হয়, “Police lathicharge transgenders…”
Etv Bharat ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে জানা যায়, পানাগুডি এলাকায় অবস্থিত, নেল্লাই-কন্যাকুমারী ন্যাশনাল হাইওয়ের উপর, যৌন কাজকর্মে লিপ্ত হওয়া এবং লুটপাটের অভিযোগে কয়েকজন রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদে, পরের দিন থানার সামনে প্রতিবাদে সামিল হয়েছিল প্রায় পঞ্চাশজন রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার মহিলা। সেই জমায়েতকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও মারধর করেছিল পুলিশ।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিজিয়োটি দিল্লি বা অসমে বাঙালি মহিলাদের উপর পুলিশি অত্যাচারের নয়। সেটি পুরনো এবং তামিলনাডুর একটি ঘটনার দৃশ্য।
Sources
Report by Dina Malar, dated September 26, 2024
Report by NewsTamil 24X7, dated September 25, 2024
Report by Etv Bharat, dated September 25, 2024
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025