Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
Claim
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গের একটি মুসলিম অধ্যুষিত এলাকায়, একটি হিন্দু ছেলেকে সবজির গাড়ি রাখার অপরাধে মারধর করা হচ্ছে।

Fact
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে একটি বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ভিডিয়ো আপলোড করা হয়। পোস্টের ক্যাপশনে দাবি করা হয় যে একটি মসজিদ মোটর চুরির অভিযোগে যুবকটিকে মারধর করা হয়।

১৩ অক্টোবর লাকসাম টিভি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট দেখতে পাওয়া যায়। ওই পোস্টের ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল পাওয়া যায়। পোস্টে দাবি করা হয় যে, বাংলাদেশের কুমিল্লার লাকসাম মোড়ের কাছে অবস্থিত একটি মসজিদ থেকে মোটর চুরি করতে গিয়ে যুবকটি ধরা পড়ে।

উপরে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে, গুগল ম্যাপে অনুসন্ধান করে, বাংলাদেশের কুমিল্লা লক্ষ্মণ জংশনের কাছে জায়গাটি খুঁজে পাওয়া যায়।


তবে, মারধরে অভিযুক্ত দুই যুবকের খোঁজ মেলেনি। আমরা মসজিদ কমিটি এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তাদের প্রতিক্রিয়া পাওয়ার পর এই খবরটি আপডেট করা হবে।
অতএব, ভাইরাল ভিডিয়োতে করা দাবিটি সঠিক নয়। ভিডিয়োটি পশ্চিমবঙ্গের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় একটি হিন্দু যুবককে মারধরের নয়, সেটি আসলে বাংলাদেশের।
Our Sources
Video Uploaded by Bangladeshi FB account on 14th Oct 2025
FB Post by Laksam TV on 13th Oct 2025
Google Maps Street View
Tanujit Das
December 12, 2025
Tanujit Das
December 9, 2025
Tanujit Das
December 6, 2025