Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
আমেরিকার সুপারমার্কেটে চুরির অভিযোগে ধৃত ভারতীয় মহিলা জিমিশা আভলানি (Jimisha Avlani) একজন বিজেপি (BJP) নেত্রী।

বিজেপির (BJP) টুপি ও উত্তরীয়-সহ প্রথম ছবিটি ভালো করে লক্ষ্য় করলে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন, টুপিতে বিজেপির ‘পদ্ম প্রতীক’টি এবং উত্তরীয়তে ‘B’ অক্ষরটি যথাযথ নেই। যা নির্দেশ ইঙ্গিত করে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি করা হতে পারে।
এরপর তদন্ত আরও এগোলে আমরা খুঁজে পাই, আমেরিকার ইলিনোইস প্রদেশের ম্যাকহেনরিতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তথ্য থাকে যে ওয়েবসাইটে, সেটি। সেখান থেকে জানা যায় যে, আমেরিকার অ্যালগোকুইন পুলিশ ডিপার্টমেন্ট দ্বারা, বাজার বা খুচরো দোকান থেকে চুরির অপরাধে, মার্কিন আইনের “720-5/16-25(a)(1)” ধারায়, জিমিশা আভলানি (Jimisha Avlani) নামের মহিলাটিকে গ্রেফতার করা হয়েছিল।
এছাড়া, একজন এক্স ব্যবহারকারীও জিমিশা আভলানির (Jimisha Avlani) গ্রেফতারির পরের ছবি পোস্ট করেছিল। যার সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়।

Misinformation Combat Alliance (MCA)-এর Deepfakes Analysis Unit (DAU)-এর সঙ্গে যোগাযোগ করা হলে, তারা ভাইরাল ছবিটির পরীক্ষা করে। AI or Not-এর টুলের সাহায্য পরীক্ষা করে নিশ্চিত করে যে, ছবিটি ডিপফেক।

একই ভাবে দ্বিতীয় ছবি, যেখানে মহিলাকে জামার তলা থেকে কিছু বের করতে দেখা যায়, সেটি পরীক্ষা করলে দেখা যায় যে, Zócalo নামের একটি মেক্সিকান সংবাদমাধ্য়মে, পয়লা এপ্রিল, ২০২৫ তারিখে, একই ধরনের একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মেক্সিকোর প্লাজা পাতিও মার্কেট থেকে চুরির অভিযোগ একজন মহিলাকে ধরা হয়েছিল। সে নাকি অন্তঃস্বত্ত্বা হওয়ার অভিনয় করেছিল।
মেক্সিকোর অন্যান্য সংবাদমাধ্য়মে, একই ছবি-সহ খবরটি প্রকাশিত হয়েছিল।
তবে নীল জামা পরা শেষ ছবিটির পরীক্ষা করলে দেখা যায়, সেটি আসল ছবি। জিমিশা আভলানির (Jimisha Avlani) গ্রেফতারির পরের ছবি। Body Cam Edition নামের ওয়েবসাইট যারা প্রথম ভিডিয়োটি প্রকাশ করেছিল, সেখানেই ফ্রেমটি দেখতে পাওয়া যায়।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, আমেরিকার সুপারমার্কেটে চুরির অভিযোগে ধৃত ভারতীয় মহিলা জিমিশা আভলানির (Jimisha Avlani), বিজেপির টুপি ও উত্তরীয় পরা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Sources
DAU’s analysis
Mugshot of Jimisha Avlani
Fake Image Detector
Youtube video, BodyCamEdition, July 14, 2025
Youtube video, Zocalo, May 1, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025