Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
লাভ জিহাদের (Love Jihad) ফাঁদে ফেলে, কাজল নামে অসমের এক মহিলাকে খুন করে সাব্বির মিয়ান ওরফে শাম্মি নামে এক মুসলিম যুবক। ফ্রিজারে রেখে দিয়েছিল মৃতদেহ।
অসমে লাভ জিহাদের দাবিটি ভুয়ো এবং ভাইরাল ছবিটি অন্য একটি পুরনো ঘটনার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ফ্রিজারের মধ্যে থাকা একটি নগ্ন দেহের ভয়ঙ্কর ছবি। যা ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, সেটি কাজল নামে, অসমের এক মহিলার মৃতদেহ। যে সাব্বির মিয়ান ওরফে শাম্মি নামে এক মুসলিম যুবকের সঙ্গে, লিভ-ইন সম্পর্কে ছিল। লাভ জিহাদের (Love Jihad) ফাঁদে ফেলে তাকে প্রথমে গণধর্ষণ করা হয়, এরপর খুন করে ওই মুসলিম যুবক ও তার বন্ধুরা।

গুগলে “Kajal,” “Assam” ও “freezer” লিখে কিওয়ার্ড সার্চ করলে, সেই সংক্রান্ত কোনও সংবাদ প্রতিবেদন আমাদের নজরে পড়েনি।
এরপর, TinEye নামের সার্চ ইঞ্জিনে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি, Documenting Reality নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, নিজের স্ত্রীকে খুন করে, তার মৃতদেহ ফ্রিজারে রেখে দেওয়ার অভিযোগে, ব্রাজিলের গ্রেটার সাও পাওলো থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
‘Noticias de Itabuna’ নামের একটি ব্লগে, ২০১০ সালের মার্চ মাসে, একই ছবি, একই তথ্য-সহ প্রকাশিত হয়েছিল।
তদন্তে দেখা যায় যে, দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুন কাণ্ডের পর, ২০২২ সালে একই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল.
২০২২ সালের ৮ ডিসেম্বর, অসম পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে, দাবিটিকে ভুয়ো বলা হয়েছিল। এমনকী, যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এখান থেকে স্পষ্ট যে, অসমে লাভ জিহাদের দাবিটি ভুয়ো এবং ভাইরাল ছবিটি অন্য একটি পুরনো ঘটনার।
Sources
Article By Documenting Reality, Dated February 8, 2010
Article By Noticias de Itabuna, Dated March 4, 2010
X Post By Assam Police, Dated December 8, 2022
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 9, 2025