Crime
Pahalgam Terrorist Attack: জঙ্গিদের সাহায্যের অভিযোগে পুলিশের জালে কাশ্মীরের স্থানীয় নেতা? ভাইরাল ভিডিয়োর পিছনের সত্যিটা জানুন
Claim
পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, দেশবিরোধী কার্যকলাপ এবং পাক সন্ত্রাসবাদীদের সাহায্যের অপরাধে কাশ্মীরের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৭ নভেম্বর, Reasi Updates নামের একটি ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি ২০২৪ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। অর্থাৎ ভিডিয়োটির সঙ্গে পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) কোনও যোগ নেই।
আরও তদন্ত করলে দেখা যায় যে, কাশ্মীরের একটি স্থানীয় সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে একই ভিডিয়োর দীর্ঘ সংস্করণ পোস্ট করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, তৎকালীন সময়ে বৈষ্ণব দেবী-কাটরা রোপওয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ভূপেন্দর সিং ও সোহান চাঁদ নামে দু’জন স্থানীয় শ্রমিক নেতা। তাঁদের পাকড়াও করেছিল কাটরা পুলিশ।

ভাইরাল ভিডিয়োতে Jammu Links New-এর লোগো দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে তদন্ত করলে দেখা যায় যে, গত ২৭ নভেম্বর, ২০২৪, ওই চ্যানেলে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। সেই ভিডিয়োর বিবরণ থেকে জানা যায় যে, জম্মুর কাটরা থেকে বৈষ্ণব দেবী মন্দির পর্যন্ত প্রস্তাবিত রোপওয়ের প্রজেক্টের প্রতিবাদ করেছিল স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের সঙ্গে তারা সংঘর্ষেও জড়িয়ে পড়েছিলে। সেই ঘটনায় ব্যবসায়ীদের দুই নেতাকে পাকড়াও করেছিল পুলিশ।

২৭ নভেম্বর, ২০২৪, The Hindu-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ওই সংঘর্ষের ঘটনায় ভূপেন্দর সিং ও সোহন চাঁদ নামের দুই স্থানীয় ব্যবসায়ী নেতাকে আটক করেছিল পুলিশ। Business Standard ও Times of India-তে একই তথ্য-সহ খবরটি সেই সময় প্রকাশিত হয়েছিল।
সুতরাং এটা প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) কোনও যোগ নেই। ভিডিয়োতে যে ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সে মুসলিম নয়।
Sources
Facebook post by Reasi Updates on 27th November 2024.
Video posted by NH1 News on 27th November 2024.
Video posted by JK Updates on 27th November 2024.
Video posted by Jammu Links News on 27th November 2024.
Report Published by The Hindu on 27th November 2024.
Report Published by Times of India on 27th November 2024.
Report Published by Business Standard on 27th November 2024.