Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
এই সপ্তাহের সেরা ৫টি বাছাই করা আর্টিকেলে জানতে পারবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা,দূর্গাপুজো ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কি গুজব ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। ফিল্মস্টার দীপিকা পাডুকোনের নাম কেন জোরালো কৃষক আন্দোলনের সাথে ও রোহিঙ্গা মুসলিম বাচ্চা মেয়ের ছবি কি দাবিতে ভাইরাল ২০১৭ থেকে। সাথে জানুন হাথরাসের নির্যাতিতার নামে যে ছবি ভাইরাল হয়েছে তার আসল কাহিনী কি,মাত্র ৫ মিনিটের মধ্যে।

হিন্দি দৈনিক অমর উজ্বলা বাংলায় শারদ উৎসবের আয়োজন হচ্ছে না বলে দাবি করলেও সেই দাবি ভুল।২৪সে সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটির সাথে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক সারেন মুখ্যমন্ত্রী এই বছরও মায়ের আরাধনা করবে বাংলা বিধি নিয়ম মেনেই চলবে মাতৃ শক্তির আরাধনা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

কৃষকদের সমর্থন জানানো কোনো টিশার্ট দীপিকা পাডুকোন পড়েননি। তিনি যে টিশার্ট টি পড়েছিলেন তাতে কোনো লেখা ছিল না।সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি ভাইরাল হয়েছে এবং এর আসল ছবি প্রমান করে যে ভাইরাল ছবিটি এডিট করা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

হাথরাসে ধর্ষিত দলিত কন্যার পরিবারের স্বজনের সাথে দেখা করতে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী এই দাবি নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৯ সালের, যখন উঃ প্রঃ এর সনভদ্রে দলিত পরিবারের ১০জনকে জমি সংক্রান্ত বিবাদের জন্য গ্রামের প্রধানের হাতে প্রাণ হারাতে হয়,প্রিয়াঙ্কা সেই পরিবারের সাথে দেখা করেন ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

হাথরাসের মর্মান্তিক ধর্ষণের ঘটনায় মৃতার নাম মনীষা বাল্মীকি বলে ও যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে ভুল। যার ছবি ভাইরাল হচ্ছে তার নাম মনীষা যাদব, যে শরীরের পাথর হওয়ায় এবং সঠিক চিকিৎসার অভাবে মারা যায় ২০১৮ সালে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

চোদ্দ বছরের রোহিঙ্গা মুসলিম মেয়েটির ছবিকে যে দাবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেই ২০১৭ সাল থেকে, সেই দাবির পক্ষে কোনো উপযুক্ত প্রমান মেলেনি। ২০১৭ সালে BBC News এর রোহিঙ্গাদের নিয়ে বানানো তথ্যচিত্রে এই বাচ্চা মেয়েটিকে দেখা গেলেও এটি স্পস্ট নয় যে এই মেয়েটি দুটি সন্তানের জননী ও ৫৬ বছর বয়সী ব্যক্তির স্ত্রী।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
October 3, 2025
Paromita Das
January 14, 2023
Paromita Das
January 10, 2023