Claim
ফেসবুকে দীপিকা পাড়ুকোনের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তার পায়ে একটি উঁচু কমলা রঙের হিল জুতো রয়েছে। ছবিটি পাঠান সিনেমার আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়েছে এই ছবিটি দীপিকার সাম্প্রতিকতম ছবি।

Fact
পাঠান সিনেমাকে নিয়ে বিতর্কের আবহে দীপিকা পাড়ুকোনের উঁচু কমলা রঙের হিল জুতো পড়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি অনেক পুরোনো। শাহরুখ খান, জন আব্রাহাম, ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনেমার একটি গানের দৃশ্যে দীপিকা কমলা রঙের বিকিনি পড়েছিলেন। সেই থেকে শুরু হয় বিতর্কের। এই রঙের বিকিনি পড়ে তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন বলে দাবি করা হয়। সেই আবহে সাদা নীল স্ট্রাইপের কোট-প্যান্ট ও কমলা রঙের পায়ের জুতোর ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিটির সত্যতা জানতে আমরা প্রথমে গুগল রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা সাদানীল পোশাকে দীপিকার ছবি পাই যেখানে ওনার পায়ে কমলা হিল জুতোটি দেখা যাচ্ছে।

Hindustan Times, The Indian Express এর ২০১৯ সালের রিপোর্টে আমরা এই ছবিটি পাই। ২০১৯ সালের ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দীপিকা। এখানে ওনাকে বেশ কয়েক রকমের নজরকাড়া পোশাকে দেখা গিয়েছিলো যার মধ্যে একটি ছিল সাদা নীল স্ট্রাইপের কোট-প্যান্ট সাথে কমলা হিল। এই পোশাকটি তিনি পড়েছিলেন ক্যানসের দ্বিতীয় দিনে।

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে পাঠান সিনেমাকে নিয়ে বিতর্কের আবহে দীপিকার ২০১৯ সালে ক্যানসের ছবি ভাইরাল হয়েছে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।