Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
জনধন যোজনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে সরকারি অর্থ।
সরকারের তরফে টাকা দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি ছড়াচ্ছে এবং জালিয়াতির ছক করেই ভাইরাল ভিডিয়োর সঙ্গে লিঙ্ক দেওয়া হয়েছে।
সরকারের তরফে টাকা দেওয়ার দাবিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে দুটো ভিডিয়ো। যার প্রথমটিতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিন উপলক্ষে, সরকার তরফে প্রতিটি ভারতীয়কে ৬৯৯ টাকা করে দেওয়া হচ্ছে।

দ্বিতীয় ভিডিয়োতে বলা হচ্ছে, জনধন যোজনার মাধ্যমে, ভারত সরকারের তরফে, প্রতিটি ভোটারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

প্রতিটি ভিডিয়োর সঙ্গেই একটি করে লিঙ্ক দেওয়া এবং ভিডিয়োতে দাবি করা হয়েছে যে, সেই লিঙ্কে ক্লিক করলেই, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সেই নির্দিষ্ট টাকা জমা পড়ে যাবে।
সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ওয়েবসাইট থেকে জানা যায় যে, তাঁর জন্মদিন ২৬ মে।

আমরা লক্ষ্য করে দেখেছি যে, সরকারি যে কোনও ওয়েবসাইটের শেষে ‘.gov.in‘ থাকে। কিন্তু যে ওয়েবসাইটটি এই ৬৯৯ টাকা দেওয়ার দাবি করছে, ‘.live’ দিয়ে শেষ হচ্ছে। ফলে ওয়েবসাইটটির সত্যতা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়।
সেজন্য, Scam Detector-এর সাহায্যে win-rewardds-4-you.live ওয়েবসাইটটির সত্যতা পরীক্ষা করা হয়।
Scam Detector-এর পরীক্ষায় বলা হয়, “যেহেতু ওয়েবসাইটটির বিশ্বাসযোগ্যতা খুব কম, তাই আমরা এটিকে নিরাপদ ওয়েবসাইট হিসেবে চিহ্নিত করি না। Scam Detector-এর গভীর পর্যালোচনা win-rewardds-4-you.live-ওয়েবসাইটটিকে কম আস্থাজনক স্কোর দিয়েছেয়: ১৭.৯। ওয়েবসাইটিকে নিম্নলিখিত ট্যাগ দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে: নতুন, সন্দেহজনক।”

দ্বিতীয় ভিডিয়োর দাবিটির পরীক্ষা করার জন্য আমরা প্রথমে জনধন যোজনা ওয়েবসাইটটি খতিয়ে দেখি। সেখান থেকে জানা যায় যে, জনধন যোজনার লক্ষ্য সমাজের নীচু স্তর পর্যন্ত ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে সরকারের কোনও পুরস্কার দেওয়া হয় না।

এরপর, দ্বিতীয় ভিডিয়োটির সঙ্গে দেওয়া লিঙ্কটিকেও Scam Detector-এর সাহায্যে পরীক্ষা করা হয়।
সেই পরীক্ষায় Scam Detector-এর তরফে বলা হয়, “Scam Detector ওয়েবসাইট ভ্যালিডেটরের তরফে usaparsafood.apartments-কে প্ল্যাটফর্মটিকে সর্বনিম্ন বিশ্বাসযোগ্য স্কোরগুলোর মধ্যে একটি: ৫.৪ দেওয়া হয়েছে। ওয়েবসাইটটির জন্য উক্ত ট্যাগগুলো ব্যবহার করা যেতে পারে: সন্দেহজনক, নতুন, অবিশ্বাসযোগ্য।”

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, সরকারের তরফে টাকা দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি ছড়াচ্ছে এবং জালিয়াতির ছক করেই ভাইরাল ভিডিয়োর সঙ্গে লিঙ্ক দেওয়া হয়েছে।
Sources
pmindia.gov.in
pmjdy.gov.in
Scam Detector
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025