Crime
SIR বিতর্ক: এটা কি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলা থেকে তাড়ানোর ভিডিয়ো? জানুন সত্যিটা
Claim
অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াচ্ছেন বিজেপি কর্মীরা।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Khabor Bangla নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে, ১১ অগাস্ট, একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, গত ৩১ জুলাই দুর্গাপুরে, একটি গরু বোঝাই লরি আটকেছিলেন বিজেপির যুবমোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। অভিযোগ ওই লরিতে থাকা কয়েকজনকে নিগ্রহ করেছিলেন বিজেপি নেতা ও তাঁর সহযোগীরা। সেই অভিযোগেই পুলিশ, পারিজাত গঙ্গোপাধ্যায়-সহ তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেফতার করেছিল।
Calcutta New, Puber Kalom ও Hindustan Times-এর মতো সংবাদমাধ্যমেও একই খবর প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, পারিজাত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষকদের মারধরের এবং গরুর দড়ি দিয়েই তাঁদের হাত ও গলা বেঁধে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছিল।
এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল দাবিটি সঠিক নয়। অন্য একটি ঘটনার দৃশ্যকে বিভ্রান্তিকর দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
Sources
Facebook post by Khabor Bangla
Report by Calcutta New
Report by Puber Kalom
Report by Hindustan Times